ETV Bharat / bharat

ফণীর তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি

সরকারি হিসাব অনুযায়ী, ফণীর তাণ্ডবে ওড়িশায় এখনও পর্যন্ত প্রায় 64 জনের মৃত্যু হয়েছে । পুরীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে মৃত্যু হয়েছে 39 জনের ।

author img

By

Published : May 15, 2019, 5:28 PM IST

ফণীর তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি

ওড়িশা, 15 মে : ফণী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি টাকা । গতকাল ওড়িশার আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ।

insert
ফণীর তাণ্ডব

আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব গতকাল সাংবাদিক বৈঠক করে জানান, 53 টি এলাকায় 291 কিমি নর্দমা, 750 কিমি রাস্তা ও 267 কিমি কালভার্টের ক্ষতি হয়েছে । এছাড়াও পার্ক, খেলার মাঠ, কমিউনিটি হলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে । 20 টি শহরের জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে । 21000 - এর বেশি পথবাতি ভেঙে গেছে । সব মিলিয়ে 525 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

insert
উপড়ে গেছে গাছ

সরকারি হিসাব অনুযায়ী, ফণীর তাণ্ডবে ওড়িশায় এখনও পর্যন্ত প্রায় 64 জনের মৃত্যু হয়েছে । পুরীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে মৃত্যু হয়েছে 39 জনের । ওড়িশায় ফণীর কারণে 1 কোটি 65 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

ওড়িশা, 15 মে : ফণী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওড়িশায় ক্ষয়ক্ষতির পরিমাণ 525 কোটি টাকা । গতকাল ওড়িশার আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের তরফে একথা জানানো হয়েছে ।

insert
ফণীর তাণ্ডব

আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব গতকাল সাংবাদিক বৈঠক করে জানান, 53 টি এলাকায় 291 কিমি নর্দমা, 750 কিমি রাস্তা ও 267 কিমি কালভার্টের ক্ষতি হয়েছে । এছাড়াও পার্ক, খেলার মাঠ, কমিউনিটি হলেরও যথেষ্ট ক্ষতি হয়েছে । 20 টি শহরের জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে । 21000 - এর বেশি পথবাতি ভেঙে গেছে । সব মিলিয়ে 525 কোটি টাকার ক্ষতি হয়েছে ।

insert
উপড়ে গেছে গাছ

সরকারি হিসাব অনুযায়ী, ফণীর তাণ্ডবে ওড়িশায় এখনও পর্যন্ত প্রায় 64 জনের মৃত্যু হয়েছে । পুরীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি । সেখানে মৃত্যু হয়েছে 39 জনের । ওড়িশায় ফণীর কারণে 1 কোটি 65 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

Moradabad (Uttar Pradesh), May 15 (ANI): A minor girl was allegedly raped by a 40-yr-old man in UP's Moradabad on Tuesday. The area comes under Majhola Police Station limits. A FIR has been registered and accused is arrested. Further investigation is underway. A police official said, "Medical examination of the girl is being done and accused has been arrested. FIR registered on the basis of statement by girl's family. Further action will be taken."

For All Latest Updates

TAGGED:

faniodisha
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.