ঢাকা, 22 মে : বাংলাদেশে আমফানের জেরে এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে । শেখ হাসিনা সরকার অনুমান করছে যে এই ঘূর্ণিঝড়ের জেরে প্রায় 1 হাজার 100 কোটি টাকার ক্ষতি হয়েছে ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী ড: MD এনামুর রহমান জানিয়েছেন," আমফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 26টি জেলা । যার কারণে প্রায় 1হাজার 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এই বিষয়ে তিনি বলেন, "এখন প্রাথমিক অনুমানের উপর নির্ভর করে হিসাব দেওয়া হল । বাংলাদেশের কৃষিমন্ত্রী, মৎস্যমন্ত্রী, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ও স্থানীয় সরকারদের দেওয়া হিসাব থেকে যেটুকু জানা যাচ্ছে তাতে ক্ষয়ক্ষতি পরিমাণ 1 হাজার 100 কোটি টাকা । এক সপ্তাহ পরে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে ।"
ঢাকার সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে বিপর্যস্ত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম অংশ । বিদ্যুতের খুঁটি বেশিরভাগ জায়গায় উপড়ে গিয়েছে । যার কারণে সে দেশের প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঝড়ের কারণে যেসব বাড়িগুলি ভেঙে গেছে সেই সকল বাড়িগুলি পুনরায় নির্মাণ করে দিতে । এর পাশাপাশি পর্যাপ্ত ক্ষতিপূরণ ও ত্রাণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি ।