ETV Bharat / bharat

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারের নতুন বিশেষ বিমান দিল্লি পৌঁছাল - কোরোনা প্যানডেমিক

এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটির অগাস্ট মাসেই ভারতে আসার কথা ছিল ৷ কিন্তু কোরোনা প্যানডেমিক ও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি আসতে দেরি হল ৷

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারের নতুন বিশেষ বিমান
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারের নতুন বিশেষ বিমান
author img

By

Published : Oct 1, 2020, 7:18 PM IST

দিল্লি, 1 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কাস্টমের তৈরি VVIP বোয়িং -777 বিমান ভারতে পৌঁছাল ৷ USA-এর টেক্সাস থকে 15 ঘণ্টার অবিরত যাত্রার পর ভারতে পৌঁছায় এই বিমানটি ৷

এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটির অগাস্ট মাসেই ভারতে আসার কথা ছিল ৷ কিন্তু কোরোনা প্যানডেমিক ও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি আসতে দেরি হল ৷ অগাস্ট মাসে এয়ার ইন্ডিয়া, এয়ার ফোর্স ও নিরাপত্তা বিভাগের উর্দ্ধতন আধিকারিকরা US যান বিমানটি ভারতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কাজকর্ম সারতে ৷ কিন্তু তাঁরা কিছু যান্ত্রিক ত্রুটি খুঁজে পান ৷ যার ফলে বিমানটি ভারতের হাতে তুলে দিতে আরও কিছু সময় লাগে ৷

আধিকারিকরা নিশ্চিত করেন এই বিশেষ বিমানটি দেখভাল ও চালাবেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা এয়ার ইন্ডিয়া নয় ৷ ভারতে আসার পর এয়ার ইন্ডিয়ার তালিকা থেকে এই বিমানগুলি এয়ার ইন্ডিয়ার তালিকা থেকে মুছে দেওয়া হবে ৷ এবং ভারতীয় বিমান বাহিনীর হাতে তা সঁপে দেওয়া হবে ৷ আধিকারিক দের মতামত অনুযায়ী আরও একটি VVIP দের জন্য তৈরি B777 কয়েকমাসের মধ্যেই বোয়িংয়ের থেকে ভারতের হাতে আসবে ৷

এই বিমানগুলি এয়ার ইন্ডিয়ার বহর থেকে নেওয়া হয় ও অ্যামেরিকার ডালাসে পাঠানো হয় ৷ সেখানে বিমানগুলির মডিফিকেশন করা হয় ৷ এবং VVIP যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারযোগ্য করা হয় ৷

নতুন বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান উন্নত ও আধুনিক প্রযুক্তি, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং পুনর্গঠিত কেবিন দিয়ে সজ্জিত ৷ অত্যাধুনিক এই বিমানের মধ্যে রয়েছে সেলফ প্রোটেকশন স্যুইট (SPS) এবং লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমিয়ারস (LAIRCM) প্রযুক্তি ৷ এটি বিমানটিকে আগত ক্ষেপণাস্ত্রগুলি সনাক্ত এবং জ্যাম করতে সক্ষম করে তোলে ৷ এই দুটি বিমানের ব্যয় ধরা হয়েছে প্রায় 8,458 কোটি টাকা।

দিল্লি, 1 অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য কাস্টমের তৈরি VVIP বোয়িং -777 বিমান ভারতে পৌঁছাল ৷ USA-এর টেক্সাস থকে 15 ঘণ্টার অবিরত যাত্রার পর ভারতে পৌঁছায় এই বিমানটি ৷

এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটির অগাস্ট মাসেই ভারতে আসার কথা ছিল ৷ কিন্তু কোরোনা প্যানডেমিক ও কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটি আসতে দেরি হল ৷ অগাস্ট মাসে এয়ার ইন্ডিয়া, এয়ার ফোর্স ও নিরাপত্তা বিভাগের উর্দ্ধতন আধিকারিকরা US যান বিমানটি ভারতে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কাজকর্ম সারতে ৷ কিন্তু তাঁরা কিছু যান্ত্রিক ত্রুটি খুঁজে পান ৷ যার ফলে বিমানটি ভারতের হাতে তুলে দিতে আরও কিছু সময় লাগে ৷

আধিকারিকরা নিশ্চিত করেন এই বিশেষ বিমানটি দেখভাল ও চালাবেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা এয়ার ইন্ডিয়া নয় ৷ ভারতে আসার পর এয়ার ইন্ডিয়ার তালিকা থেকে এই বিমানগুলি এয়ার ইন্ডিয়ার তালিকা থেকে মুছে দেওয়া হবে ৷ এবং ভারতীয় বিমান বাহিনীর হাতে তা সঁপে দেওয়া হবে ৷ আধিকারিক দের মতামত অনুযায়ী আরও একটি VVIP দের জন্য তৈরি B777 কয়েকমাসের মধ্যেই বোয়িংয়ের থেকে ভারতের হাতে আসবে ৷

এই বিমানগুলি এয়ার ইন্ডিয়ার বহর থেকে নেওয়া হয় ও অ্যামেরিকার ডালাসে পাঠানো হয় ৷ সেখানে বিমানগুলির মডিফিকেশন করা হয় ৷ এবং VVIP যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যবহারযোগ্য করা হয় ৷

নতুন বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান উন্নত ও আধুনিক প্রযুক্তি, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং পুনর্গঠিত কেবিন দিয়ে সজ্জিত ৷ অত্যাধুনিক এই বিমানের মধ্যে রয়েছে সেলফ প্রোটেকশন স্যুইট (SPS) এবং লার্জ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমিয়ারস (LAIRCM) প্রযুক্তি ৷ এটি বিমানটিকে আগত ক্ষেপণাস্ত্রগুলি সনাক্ত এবং জ্যাম করতে সক্ষম করে তোলে ৷ এই দুটি বিমানের ব্যয় ধরা হয়েছে প্রায় 8,458 কোটি টাকা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.