শ্রীনগর, 4 অগাস্ট : ভূস্বর্গে অশান্তির আশঙ্কা । 370 ধারা বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে কাশ্মীর উপত্যকায় জারি করা হল কারফিউ। মঙ্গল ও বুধবার কারফিউ জারি থাকবে । সোমবারই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেয় শ্রীনগর প্রশাসন। গোয়েন্দা সূত্রে খবর, 5 অগাস্ট 370 ধারা রদের বর্ষপূর্তির দিন ভূস্বর্গে "কালা দিবস" পালনের পরিকল্পনা রয়েছে বিচ্ছিন্নতাবাদী ও পাক মদতপুষ্ট গোষ্ঠীগুলি।
এই বিক্ষোভ শ্রীনগরে হিংসাত্ম রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই কাশ্মীর উপত্যকাজুড়ে জারি করা হয়েছে কারফিউ। তবে জনস্বার্থে কোরোনা পরিস্থিতির জন্য জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গতবছর 5 অগাস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা এবং 35(এ) ধারা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার। এই দুই ধারা রদের পর প্রায় সাত দশকের জম্মু-কাশ্মীরের বিশেষ ক্ষমতা বাতিল হয়ে যায়। পাশাপাশি জম্মু-কাশ্মীরের থেকে লাদাখকে আলাদা করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। গতবছর এই ধারা রদের পর এভাবেই উপত্যকায় কারফিউ জারি করা হয়েছিল। এছাড়াও উপত্যকার বেশকয়েকজন নেতানেত্রীকে গ্রেপ্তার ও আটক করা হয়। এঁদের মধ্যে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ বেশ কয়েকজন নেতা এখনও গৃহবন্দী রয়েছেন।
শ্রীনগরের প্রশাসন সূত্রে খবর, এই কারফিউ-র পাশাপাশি কোরোনার কারণে কনটেনমেন্ট জ়োনে যে নিষেধাজ্ঞা রয়েছে তা বহাল থাকবে। এই কারফিউ নিয়ে টুইটে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখেছেন, "2019-র তুলনায় এবছর আগে থেকেই শ্রীনগরে প্রস্তুতি শুরু হয়েছে । প্রায় 24 ঘণ্টা আগে থেকেই শ্রীনগরে দু'দিনের কড়া কারফিউ জারি করা হয়েছে।" উল্লেখ্য, ওমর আবদুল্লাহও আট মাস গৃহবন্দী ছিলেন। 11 মার্চ মু্ক্তি পান তিনি।
-
The preparations start a full 24 hours earlier this year compared to 2019 with Srinagar, and I presume the same is being done across the valley, being placed under strict curfew from tonight for the next two days. pic.twitter.com/WBpCAxrs2G
— Omar Abdullah (@OmarAbdullah) August 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The preparations start a full 24 hours earlier this year compared to 2019 with Srinagar, and I presume the same is being done across the valley, being placed under strict curfew from tonight for the next two days. pic.twitter.com/WBpCAxrs2G
— Omar Abdullah (@OmarAbdullah) August 3, 2020The preparations start a full 24 hours earlier this year compared to 2019 with Srinagar, and I presume the same is being done across the valley, being placed under strict curfew from tonight for the next two days. pic.twitter.com/WBpCAxrs2G
— Omar Abdullah (@OmarAbdullah) August 3, 2020