পুলওয়ামা, 23 জুন : পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল 2 জঙ্গি ৷ মঙ্গলবার সকালের এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক CRPF জওয়ান ৷
মঙ্গলবার সকালেই গুলির শব্দে কেঁপে ওঠে জন্মু-কাশ্মীরের পুলওয়ামা ৷ পুলওয়ামার বুন্দজো এলাকার একটি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় পুলিশ ৷ আজ সকালে সেখানে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ৷ নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে লুকিয়ে থাকা 2 জঙ্গির মৃত্যু হয়েছে ৷ তবে একই সঙ্গে শহিদ হয়েছেন এক CRPF জওয়ানও ৷ অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ গুলির আঘাতে মৃত্যু হয় ওই জওয়ানের ৷ আরও 2-3 জন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের ৷
এনকাউন্টার স্থান থেকে দুটি AK-47 অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে ৷ এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চালু রয়েছে ৷