ETV Bharat / bharat

3 সহকর্মীকে গুলি করে খুন CRPF জওয়ানের - crpf jawan killed

পরে তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেন

মৃত জওয়ান
author img

By

Published : Mar 21, 2019, 1:22 AM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 21 মার্চ : সহকর্মীদের সঙ্গে বিবাদ। তার জেরে তিন সহকর্মীকে গুলি করে খুন করলেন এক CRPF জওয়ান। গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের উধমপুরে।

  • J&K: 3 CRPF personnel of 187th battalion shot dead by another jawan at battalion's headquarters in Udhampur's Battal Ballian earlier tonight. Harinder Kumar, Commandant 187th Battalion CRPF says, "3 jawans have died, the one who shot them dead is critically injured." pic.twitter.com/bIhHLOPwQs

    — ANI (@ANI) March 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল 187 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে কনস্টেবল অজিত কুমারের সঙ্গে তাঁর সহকর্মীদের বচসা হয়। তারপর তিনি গুলি চালান। মৃত্যু হয় 3 জওয়ানের। মৃতরা হলেন পোকরমল আর, যোগেন্দ্র শর্মা, উমেদ সিং।

তিন সহকর্মীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেন অজিত। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

CRPF-এর 187 নম্বর ব্যাটেলিয়নের কম্যাডেন্ট হরিন্দর কুমার ANI-কে বলেন, "তিন জওয়ানের মৃত্যু হয়েছে। যিনি গুলি চালিয়েছেন তিনি গুরুতর আহত।"

উধমপুর (জম্মু ও কাশ্মীর), 21 মার্চ : সহকর্মীদের সঙ্গে বিবাদ। তার জেরে তিন সহকর্মীকে গুলি করে খুন করলেন এক CRPF জওয়ান। গতকাল রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের উধমপুরে।

  • J&K: 3 CRPF personnel of 187th battalion shot dead by another jawan at battalion's headquarters in Udhampur's Battal Ballian earlier tonight. Harinder Kumar, Commandant 187th Battalion CRPF says, "3 jawans have died, the one who shot them dead is critically injured." pic.twitter.com/bIhHLOPwQs

    — ANI (@ANI) March 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল 187 নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে কনস্টেবল অজিত কুমারের সঙ্গে তাঁর সহকর্মীদের বচসা হয়। তারপর তিনি গুলি চালান। মৃত্যু হয় 3 জওয়ানের। মৃতরা হলেন পোকরমল আর, যোগেন্দ্র শর্মা, উমেদ সিং।

তিন সহকর্মীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেন অজিত। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

CRPF-এর 187 নম্বর ব্যাটেলিয়নের কম্যাডেন্ট হরিন্দর কুমার ANI-কে বলেন, "তিন জওয়ানের মৃত্যু হয়েছে। যিনি গুলি চালিয়েছেন তিনি গুরুতর আহত।"

New Delhi, Mar 20 (ANI): Prime Minister Narendra Modi on Wednesday apologised to the 'chowkidars' of the country for the disinformation campaign against them being run by vested interests. "I want to apologise as some people in last few months for their vested interests have run a disinformation campaign against 'chowkidars'. It is unfortunate that language of these people has hurt you," PM Modi said in an audio message in his interaction with 25 lakh chowkidars across the country.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.