ETV Bharat / bharat

গো-পালনে কমে অপরাধ প্রবণতা, মন্তব্য RSS প্রধানের - গো-রাজনীতি

গোরু পালন করলে জেলের অপরাধীদের মধ্যেও অপরাধ প্রবণতা কমে যায়, এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত ৷

Mohan Bhagwat
গো-পালনে কমে অপরাধ প্রবণতা, মন্তব্য RSS প্রধানের
author img

By

Published : Dec 8, 2019, 4:20 AM IST

পুনে, 8 ডিসেম্বর : দেশের সংশোধনাগারগুলিতে আরও বেশি করে গো-শালা খোলা প্রয়োজন ৷ গো পালনের মাধ্যমেই জেলবন্দীদের অপরাধ প্রবণতা কমতে পারে ৷ এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত ৷

পুনেতে একটি জনসভায় ভাগবত বলেন, '' দেশের বেশ কিছু সংশোধনাগারে গো-শালা খোলা হয়েছে ৷ এর একটা ইতিবাচক দিক রয়েছে ৷ বেশ কিছু জেলবন্দী গো-পালন শুরু করেছেন ৷ সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথাও হয়েছে বেশ কয়েকবার৷ জেলে বন্দী অপরাধীদের মধ্যে এর ফলে অপরাধ প্রবণতা কমছে৷''

তিনি বলেন, এই বিষয়টির আরও বেশি করে চর্চা হওয়া প্রয়োজন ৷ বিশ্বব্যাপী এর প্রয়োগ জরুরি ৷ এই কারণে তথ্য নথিভুক্তকরণের কথাও উল্লেখ করেন মোহন ৷ তিনি প্রস্তাব রাখেন, গো-পালনের আগে এবং পরে অপরাধীদের মনোস্তত্ত্ব বিশ্লেষণ করা হোক ৷ তাদের মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে লক্ষ্য রাখা হোক সেদিকেও ৷ তথ্য নথিভুক্ত করা হোক ৷ পরিসংখ্যান রাখার কথাও উল্লেখ করেন ভাগবত ৷ হাজারো জায়গা থেকে একই পরিসংখ্যান এলে এই তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করবে, এমনই মন্তব্য করেন RSS প্রধান ৷

দেশের প্রতিটি পরিবারকে আরও বেশি করে গো পালনে উৎসাহী হতে পুনের সভা থেকে আহ্বান জানান ভাগবত ৷ তিনি বলেন, ভারতীয় সমাজে প্রতিটি বিষয়কেই সম্পর্কের মাধ্যমে বিচার করা হয় ৷ পশ্চিমি দুনিয়ায় দুধ ও মাংসের জন্য গোরুকে প্রতিপালন করা হলেও ভারতে তা হয় না ৷ ভারতের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত পবিত্র ৷ কৃষিকাজে গোরুর ভূমিকার কথা উল্লেখ করে RSS প্রধানের মন্তব্য, শতকের পর শতক গোবর সারই উপকারে এসেছে কৃষকদের ৷ তবে এখন পরিস্থিতি বদলেছে ৷

পুনে, 8 ডিসেম্বর : দেশের সংশোধনাগারগুলিতে আরও বেশি করে গো-শালা খোলা প্রয়োজন ৷ গো পালনের মাধ্যমেই জেলবন্দীদের অপরাধ প্রবণতা কমতে পারে ৷ এমনই মন্তব্য করলেন RSS প্রধান মোহন ভাগবত ৷

পুনেতে একটি জনসভায় ভাগবত বলেন, '' দেশের বেশ কিছু সংশোধনাগারে গো-শালা খোলা হয়েছে ৷ এর একটা ইতিবাচক দিক রয়েছে ৷ বেশ কিছু জেলবন্দী গো-পালন শুরু করেছেন ৷ সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথাও হয়েছে বেশ কয়েকবার৷ জেলে বন্দী অপরাধীদের মধ্যে এর ফলে অপরাধ প্রবণতা কমছে৷''

তিনি বলেন, এই বিষয়টির আরও বেশি করে চর্চা হওয়া প্রয়োজন ৷ বিশ্বব্যাপী এর প্রয়োগ জরুরি ৷ এই কারণে তথ্য নথিভুক্তকরণের কথাও উল্লেখ করেন মোহন ৷ তিনি প্রস্তাব রাখেন, গো-পালনের আগে এবং পরে অপরাধীদের মনোস্তত্ত্ব বিশ্লেষণ করা হোক ৷ তাদের মধ্যে কী কী পরিবর্তন হচ্ছে লক্ষ্য রাখা হোক সেদিকেও ৷ তথ্য নথিভুক্ত করা হোক ৷ পরিসংখ্যান রাখার কথাও উল্লেখ করেন ভাগবত ৷ হাজারো জায়গা থেকে একই পরিসংখ্যান এলে এই তত্ত্ব প্রতিষ্ঠা লাভ করবে, এমনই মন্তব্য করেন RSS প্রধান ৷

দেশের প্রতিটি পরিবারকে আরও বেশি করে গো পালনে উৎসাহী হতে পুনের সভা থেকে আহ্বান জানান ভাগবত ৷ তিনি বলেন, ভারতীয় সমাজে প্রতিটি বিষয়কেই সম্পর্কের মাধ্যমে বিচার করা হয় ৷ পশ্চিমি দুনিয়ায় দুধ ও মাংসের জন্য গোরুকে প্রতিপালন করা হলেও ভারতে তা হয় না ৷ ভারতের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত পবিত্র ৷ কৃষিকাজে গোরুর ভূমিকার কথা উল্লেখ করে RSS প্রধানের মন্তব্য, শতকের পর শতক গোবর সারই উপকারে এসেছে কৃষকদের ৷ তবে এখন পরিস্থিতি বদলেছে ৷

New Delhi, Dec 07 (ANI): 'Turram Khan' starring Rajkummar Rao and Nushrat Bharucha now has a new name 'Chhalaang'. The film helmed by Hansal Mehta is a social comedy. Confirming the news, 'Dream Girl' actor Nushrat shared a post on her twitter handle. After sharing screen space in Dibakar Banerjee's 2010 film 'Love Sex Aur Dhokha', the duo is all set to come together again in 'Chhalaang'. Bankrolled by Ajay Devgn, Luv Ranjan, and Ankur Garg, the movie marks the fifth collaborative project of Rajkummar Rao with Hansal Mehta. 'Chhalaang' will hit the big screens on January 31 next year.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.