বেঙ্গালুরু (কর্নাটক), 22 সেপ্টেম্বর : অ্য়াম্বুলেন্স থেকে নিখোঁজ হওয়া মহিলার ঘটনায় তদন্ত করেছে পুলিশ । জানা গেছে, অভিযোগকারী এ তাঁর স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না । পরে স্ত্রী তাঁর বন্ধুর সহায়তায় পালানোর পরিকল্পনা করে । পুলিশ এক বিবৃতিতে একথা জানায় ।
28 বছর বয়সী মহিলার নিখোঁজ হওয়ার ঘটনাটিকে পলাতক হিসেবে বর্ণনা করেছে পুলিশ । বোমানাহল্লিতে কোভিড-19 স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার পর দিন 4 সেপ্টেম্বর শুচি কুমারির (নাম পরিবর্তিত) কোরোনার রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁর পরিচিত হাসপাতালে ভরতি করার জন্য অ্যাম্বুলেন্সে কল করে । হাসপাতালের কর্মী এসে তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় । পরিবারের লোক তারপর থেকে তাঁর কোনও খোঁজ পায়নি । তাঁর স্বামী হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করে খোঁজ না পেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, হাসপাতালে থাকাকালীন শুচি কুমারি তাঁর এক বন্ধুর সাথে একটি ট্যাক্সি বুক করে দিল্লি চলে যান । পরে তাঁর অবস্থান সম্পর্কে জানাতে 8 সেপ্টেম্বর পুলিশকে ফোন করে ।
নিখোঁজ মহিলাটি ফোন করে জানান, তিনি নিরাপদে আছেন । স্বামীর সাথে বিষয়টি মিটিয়ে ফেলবেন ।