ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে 75 লাখ, 24 ঘণ্টায় মৃত 579 - covid positive cases in india

আগের দিনের তুলনায় দেশে গত 24 ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা ৷ কোরোনায় আক্রান্ত হয়েছেন 55 হাজার 722 জন । মোট আক্রান্তের সংখ্যা সাড়ে 75 লাখ ছাড়াল ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 579 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 1 হাজার 33 জনের ৷

covid-positive-cases-75-and-half-lakh-crossed-in-india
দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে 75 লাখ
author img

By

Published : Oct 19, 2020, 10:37 AM IST

দিল্লি, 19 অক্টোবর : গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমল দেশে ৷ পাশাপাশি মৃতের সংখ্যা অর্ধেকেরও কম হয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 55 হাজার 722 জন এবং মৃত্যু হয়েছে 579 জনের ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে 75 লাখ ছাড়িয়েছে ৷ মোট আক্রান্ত হয়েছেন 75 লাখ 50 হাজার 273 জন ৷ রবিবারে আক্রান্তের সংখ্যা ছিল 61 হাজার 871 জন । মৃত্যু হয়েছিল 1 হাজার 33 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, 55 হাজার 722 জনের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 11 হাজার 256 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 66 হাজার 399 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷

দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র প্রথম, অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ও কর্নাটক তৃতীয় স্থানে রয়েছে ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 15 লাখ 95 হাজার 381 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 115 জনের ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 60 জন ও মৃত্যু হয়েছে 150 জনের ৷

এপর্যন্ত অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত হয়েছেন 7 লাখ 83 হাজার 132 জন ও মৃতের সংখ্যা 6 হাজার 6 হাজার 429 জন ৷ দৈনিক সংক্রমণের দিক থেকে গত 24 ঘণ্টায় 3 হাজার 986 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে ৷ 23 জন মারা গেছেন ৷

কর্নাটকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 7 লাখ 65 হাজার 586 জন এবং মৃত্যু হয়েছে 10 হাজার 478 জনের ৷ একদিনে 7 হাজার 12 জন আক্রান্ত হয়েছেন, 51 জন মারা গেছেন কোরোনায় ৷

পশ্চিমবঙ্গে শেষ বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 983 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 806 জন, মৃত্যু হয়েছে 64 জনের ৷ সুস্থ হয়ে উঠেছে 3 হাজার 113 জন ৷ এতদিনে মোট আক্রান্ত হয়েছেন 3 লাখ 21 হাজার 36 জন । 6 হাজার 56 জনের মৃত্যু হয়েছে ৷

দিল্লি, 19 অক্টোবর : গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমল দেশে ৷ পাশাপাশি মৃতের সংখ্যা অর্ধেকেরও কম হয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 55 হাজার 722 জন এবং মৃত্যু হয়েছে 579 জনের ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে 75 লাখ ছাড়িয়েছে ৷ মোট আক্রান্ত হয়েছেন 75 লাখ 50 হাজার 273 জন ৷ রবিবারে আক্রান্তের সংখ্যা ছিল 61 হাজার 871 জন । মৃত্যু হয়েছিল 1 হাজার 33 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, 55 হাজার 722 জনের মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 11 হাজার 256 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 66 হাজার 399 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷

দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র প্রথম, অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ও কর্নাটক তৃতীয় স্থানে রয়েছে ৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 15 লাখ 95 হাজার 381 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 115 জনের ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 9 হাজার 60 জন ও মৃত্যু হয়েছে 150 জনের ৷

এপর্যন্ত অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত হয়েছেন 7 লাখ 83 হাজার 132 জন ও মৃতের সংখ্যা 6 হাজার 6 হাজার 429 জন ৷ দৈনিক সংক্রমণের দিক থেকে গত 24 ঘণ্টায় 3 হাজার 986 জনের শরীরে কোরোনার হদিস মিলেছে ৷ 23 জন মারা গেছেন ৷

কর্নাটকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 7 লাখ 65 হাজার 586 জন এবং মৃত্যু হয়েছে 10 হাজার 478 জনের ৷ একদিনে 7 হাজার 12 জন আক্রান্ত হয়েছেন, 51 জন মারা গেছেন কোরোনায় ৷

পশ্চিমবঙ্গে শেষ বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 983 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 806 জন, মৃত্যু হয়েছে 64 জনের ৷ সুস্থ হয়ে উঠেছে 3 হাজার 113 জন ৷ এতদিনে মোট আক্রান্ত হয়েছেন 3 লাখ 21 হাজার 36 জন । 6 হাজার 56 জনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.