ETV Bharat / bharat

COVID-19 আক্রান্তের সংস্পর্শে আসায় ঝুঁকি হৃদরোগীদের

COVID-19 এর প্রভাব নিয়ে এতদিন পুরো নজর ছিল শ্বাসকষ্টজনিত সমস্যার উপর ৷ কিন্তু নতুন একটি সমীক্ষা বলছে যে এই ভাইরাসের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে যাঁদের হৃদযন্ত্রে সমস্যা আছে, তাঁদের মৃত্যুর আশঙ্কা অন্যদের তুলনায় অনেক বেশি ৷

heart disease
heart disease
author img

By

Published : Apr 8, 2020, 4:08 PM IST

দিল্লি, 8 এপ্রিল : COVID-19 এর জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেক খবর সামনে আসছে ৷ কিন্তু একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই ভাইরাসের জেরে কার্ডিওভাসকুলার সমস্যা তৈরি হচ্ছে ৷ একটি রিপোর্ট অনুযায়ী, COVID-19 ভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র 20 শতাংশ রোগীকে গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ এঁদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ যদিও সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে হাসপাতালে ভরতি হওয়া COVID-19 রোগীদের মধ্যে 10 থেকে 20 শতাংশের কার্ডিওভাসকুলার সমস্যা দেখা গিয়েছে ৷

COVID-19 রোগীদের মধ্যে যাঁদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, তাঁদের হয় হার্ট অ্যাটাক হচ্ছে, না হলে হার্ট ফেল করছে৷ এর সম্ভাব্য ব্যাখ্যা হল ভাইরাসের সংক্রমণের জেরে হার্টের উপর বিপুল চাপ তৈরি করছে ৷ একই সময়ে নিউমোনিয়ার জেরে অক্সিজেনের সমস্যাও হচ্ছে ৷ যদিও COVID-19 রোগীরা মায়োকারডিয়াটিসের মতো আরও একটা হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যাতে তাঁদের হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ বাড়ছে ৷ এট দেখা গিয়েছে যে হার্টের পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ৷ তবে COVID-19 এর জন্যই যে হার্টে এই ধরনের প্রভাব সরাসরি পড়ছে, তা এখনও স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে যে এটা শরীরে রোগ প্রতিরোধে অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্য হচ্ছে ৷

যেহেতু চিকিৎসকরা এই সমস্যার কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন, তাই কীভাবে চিকিৎসা করবেন, তা নিয়েও ধন্দে রয়েছেন ৷ একটি রিপোর্ট অনুযায়ী, যাঁদের হার্টের সমস্যা রয়েছে, এমন রোগীরা COVID-19 এর সংস্পর্শে এলে, তাঁদের মধ্যে 10 শতাংশ মারা যাচ্ছেন ৷ সেই তুলনায় যাঁরা সুস্থ, এমন রোগীদের মধ্যে মাত্র 1 শতাংশ কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন ৷ হৃদযন্ত্রের সমস্যা আছে, এমন মানুষদের জন্য যেহেতু কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও সামনে আনা যায়নি ৷ তাই এই ধরনের মানুষদের COVID-19 এর সংস্পর্শ এড়াতে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা কঠোর ভাবে মানতে হবে ৷ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের আসল ধর্ম হল হাত ধোওয়া, সামাজিক দূরত্ব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ৷

দিল্লি, 8 এপ্রিল : COVID-19 এর জেরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অনেক খবর সামনে আসছে ৷ কিন্তু একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে এই ভাইরাসের জেরে কার্ডিওভাসকুলার সমস্যা তৈরি হচ্ছে ৷ একটি রিপোর্ট অনুযায়ী, COVID-19 ভাইরাসে আক্রান্তদের মধ্যে মাত্র 20 শতাংশ রোগীকে গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি করতে হয়েছে ৷ এঁদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৷ যদিও সাম্প্রতিক কয়েকটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে হাসপাতালে ভরতি হওয়া COVID-19 রোগীদের মধ্যে 10 থেকে 20 শতাংশের কার্ডিওভাসকুলার সমস্যা দেখা গিয়েছে ৷

COVID-19 রোগীদের মধ্যে যাঁদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, তাঁদের হয় হার্ট অ্যাটাক হচ্ছে, না হলে হার্ট ফেল করছে৷ এর সম্ভাব্য ব্যাখ্যা হল ভাইরাসের সংক্রমণের জেরে হার্টের উপর বিপুল চাপ তৈরি করছে ৷ একই সময়ে নিউমোনিয়ার জেরে অক্সিজেনের সমস্যাও হচ্ছে ৷ যদিও COVID-19 রোগীরা মায়োকারডিয়াটিসের মতো আরও একটা হৃদরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যাতে তাঁদের হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ বাড়ছে ৷ এট দেখা গিয়েছে যে হার্টের পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ৷ তবে COVID-19 এর জন্যই যে হার্টে এই ধরনের প্রভাব সরাসরি পড়ছে, তা এখনও স্পষ্ট নয় ৷ মনে করা হচ্ছে যে এটা শরীরে রোগ প্রতিরোধে অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্য হচ্ছে ৷

যেহেতু চিকিৎসকরা এই সমস্যার কারণ নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন, তাই কীভাবে চিকিৎসা করবেন, তা নিয়েও ধন্দে রয়েছেন ৷ একটি রিপোর্ট অনুযায়ী, যাঁদের হার্টের সমস্যা রয়েছে, এমন রোগীরা COVID-19 এর সংস্পর্শে এলে, তাঁদের মধ্যে 10 শতাংশ মারা যাচ্ছেন ৷ সেই তুলনায় যাঁরা সুস্থ, এমন রোগীদের মধ্যে মাত্র 1 শতাংশ কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন ৷ হৃদযন্ত্রের সমস্যা আছে, এমন মানুষদের জন্য যেহেতু কোনও নির্দিষ্ট নির্দেশিকা এখনও সামনে আনা যায়নি ৷ তাই এই ধরনের মানুষদের COVID-19 এর সংস্পর্শ এড়াতে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা কঠোর ভাবে মানতে হবে ৷ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের আসল ধর্ম হল হাত ধোওয়া, সামাজিক দূরত্ব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.