ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 20 হাজার ছুঁইছুঁই - কোয়ারান্টাইন

লকডাউনের 29 দিনে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 20 হাজার ছুঁইছুঁই ৷ মৃতের সংখ্যা 640 ৷ গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1383 জন, মৃত 50 ৷

COVID-19 Tracker
কোরোনা ট্রাকার
author img

By

Published : Apr 22, 2020, 10:09 AM IST

Updated : Apr 22, 2020, 10:31 AM IST

দিল্লি, 22 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে 1383 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 19984 ৷ আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও ৷

গতকাল 50 জনের মৃত্যু হয়েছে ৷ অথচ হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ৷ লকডাউন শিথিল করতেই বিভিন্ন রাজ্যে দেখা গাড়ি চলাচল বেড়েছে ৷ লকডাউন অমান্যের ঘটনাও প্রতিনিয়ত সামনে আসছে ৷ সামাজিক দূরত্ব বা লকডাউনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে নিগ্রহের শিকার হচ্ছেন আশাকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা ৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তরফ থেকে গতকাল 87টি বেসরকারি ল্যাবের তালিকা প্রকাশ করেন, যেখানে কোরোনা সংক্রমণ পরীক্ষা করা যাবে ৷ অন্যদিকে সন্দেহজনক কোরোনা সংক্রমিতের মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে জানান, যে সকল রোগীদের কোরোনা সন্দেহে ভরতি করা হচ্ছে, তাদের সোয়াব সময় মতো সংগ্রহ করা হচ্ছে না ৷ তাদের মধ্যে কারও মৃত্যু হলে মৃতদেহ ‘সম্ভাব্য কোরোনা আক্রান্ত’ হিসাবে পরিবারের কাছে তুলে দেওয়া হচ্ছে ৷ এর ফলে তার পরিবারের লোক ও সংস্পর্শে আসা ব্যক্তিরাও কোরোনা আক্রান্ত হতে পারেন ৷ তাদের পাঠানো হচ্ছে না কোয়ারানটাইনে ৷ মহারাষ্ট্রে প্রায় 100টি এই ধরনের মৃত্যু হয়েছে ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

দিল্লিতে কাল থেকেই আজাদপুর সবজি বাজারে দেখা যাচ্ছিল গাড়ি ও লোকজনের ভিড় ৷ আজ সেখানকার এক বিক্রেতা মারা যান ৷ তার দোকানটি যে ব্লকে রয়েছে, তা সিল করে দেওয়া হয়েছে ৷

দিল্লি, 22 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে 1383 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 19984 ৷ আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও ৷

গতকাল 50 জনের মৃত্যু হয়েছে ৷ অথচ হুঁশ ফিরছে না সাধারণ মানুষের ৷ লকডাউন শিথিল করতেই বিভিন্ন রাজ্যে দেখা গাড়ি চলাচল বেড়েছে ৷ লকডাউন অমান্যের ঘটনাও প্রতিনিয়ত সামনে আসছে ৷ সামাজিক দূরত্ব বা লকডাউনের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে নিগ্রহের শিকার হচ্ছেন আশাকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা ৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তরফ থেকে গতকাল 87টি বেসরকারি ল্যাবের তালিকা প্রকাশ করেন, যেখানে কোরোনা সংক্রমণ পরীক্ষা করা যাবে ৷ অন্যদিকে সন্দেহজনক কোরোনা সংক্রমিতের মৃত্যু ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে জানান, যে সকল রোগীদের কোরোনা সন্দেহে ভরতি করা হচ্ছে, তাদের সোয়াব সময় মতো সংগ্রহ করা হচ্ছে না ৷ তাদের মধ্যে কারও মৃত্যু হলে মৃতদেহ ‘সম্ভাব্য কোরোনা আক্রান্ত’ হিসাবে পরিবারের কাছে তুলে দেওয়া হচ্ছে ৷ এর ফলে তার পরিবারের লোক ও সংস্পর্শে আসা ব্যক্তিরাও কোরোনা আক্রান্ত হতে পারেন ৷ তাদের পাঠানো হচ্ছে না কোয়ারানটাইনে ৷ মহারাষ্ট্রে প্রায় 100টি এই ধরনের মৃত্যু হয়েছে ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

দিল্লিতে কাল থেকেই আজাদপুর সবজি বাজারে দেখা যাচ্ছিল গাড়ি ও লোকজনের ভিড় ৷ আজ সেখানকার এক বিক্রেতা মারা যান ৷ তার দোকানটি যে ব্লকে রয়েছে, তা সিল করে দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 22, 2020, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.