দিল্লি, 20 এপ্রিল: ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 17 হাজার ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 543 জনের ৷ গত 24 ঘন্টায় মৃত 36 জন ৷ সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷
লকডাউনের আজ 27তম দিন ৷ আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে লকডাউনের নিয়ম শিথিল করা হচ্ছে ৷ খুলছে বিভিন্ন অফিস, শিল্প প্রতিষ্ঠান ৷ তবে ছাড় দেওয়া হয়নি হটস্পট ও তার সংলগ্ন এলাকাগুলিতে ৷ সংক্রমণ রুখতে সকলকে মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি কর্মক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
তবে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় দিল্লিতে এখনই লকডাউন শিথিল করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইভাবে পঞ্জাবের চণ্ডীগড়ও হটস্পট সংলগ্ন এলাকা হিসাবে ঘোষিত হওয়ায় সেখানেও লকডাউনে ছাড় দেওয়া হবে না ৷