ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 লাখ

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা পার করল এক লাখ ৷ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3163-এ ৷ বর্তমানে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 58802 ৷

author img

By

Published : May 19, 2020, 10:15 AM IST

Coronavirus cases
কোরোনা ভাইরাস

দিল্লি, 19 মে : দেশে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ সংখ্যা ছাড়াল এক লাখ ৷ গত 24 ঘণ্টায় 4970 জন ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 101139 ৷

গত 24 ঘন্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 134 জনের মৃত্যু হয়েছে ৷ অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 58802 ৷ মৃতের মোট সংখ্যা 3163 ৷ অন্যদিকে দেশে এখনও পর্যন্ত 39173 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল, মে মাসে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 60 হাজার অতিক্রম করবে ৷ কিন্তু মাসের মাঝামাঝিতেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে ৷ সংক্রমণ প্রতিরোধ না করা গেলে আরো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Over One lakh Coronavirus cases registered in India
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 2825 ৷ গত 24 ঘন্টায় রাজ্যে ছয়জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 244-এ ৷

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বর্তমানে 35058 ৷ রাজধানী দিল্লিতে কোরোনা আক্রান্ত 10054 ৷ আক্রান্তের সংখ্যা বেড়েছে রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে ৷

দিল্লি, 19 মে : দেশে কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ সংখ্যা ছাড়াল এক লাখ ৷ গত 24 ঘণ্টায় 4970 জন ব্যক্তি কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 101139 ৷

গত 24 ঘন্টায় দেশে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 134 জনের মৃত্যু হয়েছে ৷ অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 58802 ৷ মৃতের মোট সংখ্যা 3163 ৷ অন্যদিকে দেশে এখনও পর্যন্ত 39173 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছিল, মে মাসে ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 60 হাজার অতিক্রম করবে ৷ কিন্তু মাসের মাঝামাঝিতেই আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে ৷ সংক্রমণ প্রতিরোধ না করা গেলে আরো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Over One lakh Coronavirus cases registered in India
দেশে ও রাজ্যে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে 2825 ৷ গত 24 ঘন্টায় রাজ্যে ছয়জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 244-এ ৷

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বর্তমানে 35058 ৷ রাজধানী দিল্লিতে কোরোনা আক্রান্ত 10054 ৷ আক্রান্তের সংখ্যা বেড়েছে রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.