রায়পুর, 4 অক্টোবর: বিগত 10 দিন ধরে রোজ নিয়ম করে অফিস যাচ্ছেন 25 বছরের পিন্টু ধুর্বে ৷ ছত্তিশগড়ের শক্তি জেলার ছাপোড়া গ্রামে তৈরি স্টেট ব্যাঙ্কের নতুন ব্রাঞ্চে কোষাধ্যক্ষ তিনি ৷ আনন্দের সঙ্গে রোজ নিজের দায়িত্ব সামলান পিন্টু ৷ মাইনেও ভালোই পেতেন স্নাতক পাশ করা ছেলেটি ৷ কিন্তু হঠাৎ একদিন জানতে পারেন, তাঁর চাকরিটা মিথ্যে ৷ আসলে এসবিআই-এর আস্ত শাখাটিই ভুয়ো ৷
ছাপোড়ার একটি কমার্শিয়াল কমপ্লেক্সে 18 সেপ্টেম্বর রাতারাতি গজিয়ে ওঠে স্টেট ব্যাঙ্কের একটি শাখা ৷ ঘটনায় হতবাকও হয়ে যান স্থানীয় বাসিন্দারা ৷ বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, সার্ভারের কাজ সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে ৷ এরপর শক্তি থানায় অভিযোগ জানান তাঁরা ৷
অভিযোগের ভিত্তিতে শাখা পরিদর্শনে আসেন কোর্বা এসবিআই অফিসের কর্মীরা ৷ তারপরই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পরে ৷ জানা যায়, প্রতারণার জন্য ব্যাঙ্কের আস্ত একটি ভুয়ো শাখা খুলে ফেলেছেন প্রকারকরা ৷
এরপর ঘটনার তদন্ত শুরু করে শক্তি থানার পুলিশ ৷ ঘটনায় প্রতারণার একটি মামলা দায়ের করা হয় ৷ শক্তি থানার সহকারি পুলিশ সুপার রমা প্যাটেল জানান, কমার্শিয়াল কমপ্লেক্সে ব্যানার, পোস্টার দেখে সন্দেহ হয় স্থানীয়দের ৷ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তাঁরা ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে ৷
ঘটনায় ইতিমধ্যেই, ব্যাঙ্কের 3 জন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁদেরকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি প্যাটেল ৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ সেই সঙ্গে, ব্যাঙ্কের ভুয়ো শাখায় কত জনের অ্যাকাউন্ট খোলা হয়েছে ? কারও অর্থ তছরুপ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
প্রসঙ্গত, ভুয়ো লিঙ্ককে ক্লিক করিয়ে বা নানাভাবে ওটিপি হাতিয়ে সাধারণ মানুষের টাকা লুঠ করার ঘটনা নতুন নয় ৷ দেশের বিভিন্ন রাজ্যের পুলিশের সাইবার ক্রাইম শাখায় এই নিয়ে একাধিক অভিযোগ জমা রয়েছে ৷ যার জেরে সর্বশ্রান্ত হয়েছেন প্রচুর মানুষ।
অন্যদিকে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা । কিন্তু, প্রতারণার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আস্ত একটা ভুয়ো শাখাই খুলে ফেলল প্রতারকরা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷