ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃত 681, আক্রান্ত 21 হাজারেরও বেশি - ভিডিয়ো কনফারেন্স

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্য়া বর্তমানে 21 হাজার 393 ৷ মৃতের সংখ্যা 681 ৷

COVID-19 Tracker
কোরোনা ভাইরাস
author img

By

Published : Apr 23, 2020, 3:48 PM IST

দিল্লি, 23 এপ্রিল: দেশে কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । গত 24 ঘন্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 409 জন । এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 21 হাজার 393-এ ৷ মৃত্যু হয়েছে 41 জনের ৷

কোরোনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে ৷ এরাজ্যে আক্রান্তের সংখ্যা 5 হাজার 652 । মৃত্যু হয়েছে 269 জনের ৷ মহারাষ্ট্রের সরকারের তরফে গতকাল জানানো হয়, রাজ্যে নতুন করে সংক্রমণ আটকাতে আরও কঠোর করা হচ্ছে লকডাউনের নিয়ম ৷ পাশাপাশি স্ক্রিনিং ও কোরোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ এক রোগী প্লাজ়মা থেরাপিতে সাড়া দেওয়ায় কোরোনা চিকিৎসায় তা ব্যবহারের কথা ভাবছে সরকার ৷

মহারাষ্ট্রের পরই এই তালিকায় রয়েছে গুজরাত । সেখানে আক্রান্তের সংখ্যা 2 হাজার 407 ৷ পিছিয়ে নেই রাজস্থানও ৷ আজ নতুন করে 49 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 1 হাজার 937-এ ৷ অন্ধ্রপ্রদেশে একদিনে 80 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 893-এ পৌঁছেছে ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা

তবে এর মাঝেও আশার আলো দেখছেন চিকিৎসকরা ৷ দেশে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4 হাজার 257 জন ৷ এছাড়া কোরোনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে ৷ আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি মোবাইল ল্যাবের উদ্বোধন করেন ৷ এই ল্যাবে দিনে এক হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব বলে জানানো হয়েছে ৷

দিল্লি, 23 এপ্রিল: দেশে কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে । গত 24 ঘন্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 409 জন । এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 21 হাজার 393-এ ৷ মৃত্যু হয়েছে 41 জনের ৷

কোরোনায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে ৷ এরাজ্যে আক্রান্তের সংখ্যা 5 হাজার 652 । মৃত্যু হয়েছে 269 জনের ৷ মহারাষ্ট্রের সরকারের তরফে গতকাল জানানো হয়, রাজ্যে নতুন করে সংক্রমণ আটকাতে আরও কঠোর করা হচ্ছে লকডাউনের নিয়ম ৷ পাশাপাশি স্ক্রিনিং ও কোরোনা পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ এক রোগী প্লাজ়মা থেরাপিতে সাড়া দেওয়ায় কোরোনা চিকিৎসায় তা ব্যবহারের কথা ভাবছে সরকার ৷

মহারাষ্ট্রের পরই এই তালিকায় রয়েছে গুজরাত । সেখানে আক্রান্তের সংখ্যা 2 হাজার 407 ৷ পিছিয়ে নেই রাজস্থানও ৷ আজ নতুন করে 49 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল 1 হাজার 937-এ ৷ অন্ধ্রপ্রদেশে একদিনে 80 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 893-এ পৌঁছেছে ৷

COVID-19 Tracker
দেশে ও রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা

তবে এর মাঝেও আশার আলো দেখছেন চিকিৎসকরা ৷ দেশে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4 হাজার 257 জন ৷ এছাড়া কোরোনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে ৷ আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি মোবাইল ল্যাবের উদ্বোধন করেন ৷ এই ল্যাবে দিনে এক হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব বলে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.