ETV Bharat / bharat

শেষ 24 ঘণ্টায় সংক্রমিত 2487

এই মুহূর্তে দেশে 28070 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 10886 জন ৷

COVID 19
কোরোনা ট্র্যাকার
author img

By

Published : May 3, 2020, 11:12 AM IST

Updated : May 3, 2020, 8:17 PM IST

দিল্লি, 3 মে : কোরোনায় সংক্রমিত হয়ে শেষ 24 ঘণ্টায় মারা গেছেন 83 জন । লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । গতকাল একদিনে সর্বোচ্চ সংক্রমিতের খবর সামনে এসেছে । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় 2487 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 40263 ৷ নতুন করে সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে । হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত 82 বছর বয়সি এক বৃদ্ধা । ধারাভিতে নতুন করে সংক্রমিত 94 । মারা গেছে দু'জন । এই নিয়ে ধারাভিতে মোট সংক্রমণ বেড়ে হল 590 । মোট মৃত্যু হয়েছে 20 জনের ।

COVID 19
দেশ ও রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি

এই মুহূর্তে দেশে 28070 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 10886 জন ৷ রাজ্যগুলির নিরিখে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 12296 ৷ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 4122 ৷

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 922 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে । মারা গেছেন 33 জন ।

দিল্লি, 3 মে : কোরোনায় সংক্রমিত হয়ে শেষ 24 ঘণ্টায় মারা গেছেন 83 জন । লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । গতকাল একদিনে সর্বোচ্চ সংক্রমিতের খবর সামনে এসেছে । স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় 2487 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 40263 ৷ নতুন করে সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে । হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে কোরোনায় সংক্রমিত হয়ে মৃত 82 বছর বয়সি এক বৃদ্ধা । ধারাভিতে নতুন করে সংক্রমিত 94 । মারা গেছে দু'জন । এই নিয়ে ধারাভিতে মোট সংক্রমণ বেড়ে হল 590 । মোট মৃত্যু হয়েছে 20 জনের ।

COVID 19
দেশ ও রাজ্যের বর্তমান কোরোনা পরিস্থিতি

এই মুহূর্তে দেশে 28070 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 10886 জন ৷ রাজ্যগুলির নিরিখে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 12296 ৷ দিল্লিতে আক্রান্তের সংখ্যা 4122 ৷

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 922 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে । মারা গেছেন 33 জন ।

Last Updated : May 3, 2020, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.