ETV Bharat / bharat

COVID 19 : দেশে একদিনে সংক্রমিত 896 - কোরোনা ট্র্যাকার

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা 6761 ৷ এখনও পর্যন্ত মারা গেছে 206 জন ৷

ছবি
ছবি
author img

By

Published : Apr 10, 2020, 10:32 AM IST

Updated : Apr 10, 2020, 9:03 PM IST

দিল্লি ও কলকাতা, 10 এপ্রিল : নতুন করে সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে দেশের একাধিক প্রান্ত থেকে । জয়পুরে কোরোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা । মুম্বইয়ের দাদরে দু'জন নার্সের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

COVID 19
দেশ ও রাজ্যের কোরোনার বর্তমান পরিস্থিতি

দেশে দিন দিন জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি ৷ এখনও পর্যন্ত বিগত 24 ঘণ্টায় নতুন করে 896 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা 6761 ৷ এখনও পর্যন্ত মারা গেছে 206 জন ৷

COVID 19
দিন দিন বাড়ছে সংক্রমণ

পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন অনেকে ৷ তবে সেই সংখ্যাটা সংক্রমিতের সংখ্যার তুলনায় অনেকটাই কম ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 515 জন । এই মুহূর্তে দেশে 6039 জন ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

Lockdown
কোথায় কতজন সুস্থ ?

এদিকে রাজ্যেও পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে । স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান বলছে রাজ্যে 116 জন কোরোনায় সংক্রমিত ৷ যদিও রাজ্যের হিসেব বলছে, সংক্রমিত 95 ।

COVID 19
রাজ্যভিত্তিক সংক্রমণ

আজ নতুন করে 12 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । রাজ্যে এখনও পর্যন্ত মারা গেছে 5 জন ৷ পরিসংখ্যান বলছে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 16 জন ।

দিল্লি ও কলকাতা, 10 এপ্রিল : নতুন করে সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে দেশের একাধিক প্রান্ত থেকে । জয়পুরে কোরোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা । মুম্বইয়ের দাদরে দু'জন নার্সের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

COVID 19
দেশ ও রাজ্যের কোরোনার বর্তমান পরিস্থিতি

দেশে দিন দিন জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি ৷ এখনও পর্যন্ত বিগত 24 ঘণ্টায় নতুন করে 896 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা 6761 ৷ এখনও পর্যন্ত মারা গেছে 206 জন ৷

COVID 19
দিন দিন বাড়ছে সংক্রমণ

পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন অনেকে ৷ তবে সেই সংখ্যাটা সংক্রমিতের সংখ্যার তুলনায় অনেকটাই কম ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 515 জন । এই মুহূর্তে দেশে 6039 জন ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

Lockdown
কোথায় কতজন সুস্থ ?

এদিকে রাজ্যেও পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে । স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান বলছে রাজ্যে 116 জন কোরোনায় সংক্রমিত ৷ যদিও রাজ্যের হিসেব বলছে, সংক্রমিত 95 ।

COVID 19
রাজ্যভিত্তিক সংক্রমণ

আজ নতুন করে 12 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । রাজ্যে এখনও পর্যন্ত মারা গেছে 5 জন ৷ পরিসংখ্যান বলছে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 16 জন ।

Last Updated : Apr 10, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.