ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 22 হাজার

অন্ধ্রপ্রদেশে গত 24 ঘণ্টায় নতুন করে 1,062 জনের শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 22,259 । আজ 12 জনের মৃত্যু হয়েছে । মোট মৃত্যু হয়েছে 264 জনের ।

New covid positive cases in andhrapradesh
New covid positive cases in andhrapradesh
author img

By

Published : Jul 9, 2020, 2:14 AM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 8 জুলাই : 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 1062 জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম । মঙ্গলবারে কোরোনায় আক্রান্তের সংখ্যা 1178 । বুধবারের কোরোনা আক্রান্তদের মধ্যে ভিন রাজ্য থেকে আসা 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 22259 ।

রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যের 13 টি জেলায থেকেই নতুন কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । বুধবার সকাল 9 টা পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, একদিনে চিত্তুর জেলায় 255 টি, গুন্টুর জেলায় 173 টি, পূর্ব গোদাবরীতে 125 টি, অনন্তপুরে 87, কাদাপায় 71 টি, কৃষ্ণায় 70টি কোভিড পজ়িটিভ কেস মিলেছে ।

গত 24 ঘণ্টায় 27,643 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার আগের 24 ঘণ্টায় 16,213 টি পরীক্ষা করা হয়েছিল । বুধবার হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,332 জন ।

বুধবার পর্যন্ত 10,894 জন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 11,101 জন । গত 24 ঘণ্টায় রাজ্যে 12 জনের কোরোনায় মৃত্যু হয়েছে । কুরনুলে 3 জন, কৃষ্ণা, অনন্তপুর, পশ্চিম গোদাবরী জেলায় 2 জন করে । এবং চিত্তুর, গুন্টুর ও বিশাখাপটনম জেলায় একজন করে কোরোনায় মারা গিয়েছে । অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত কোরোনায় মোট মৃত্যু হয়েছে 264 জনের ।

বুধবার রাজ্যের বাইরে থেকে আসা বাসিন্দাদের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে । গত 24 ঘণ্টায় ভিনরাজ্য ফেরত 9 জন আক্রান্ত হয়েছে । তার মধ্যে 6 জন তেলাঙ্গানা থেকে ফিরেছে । দুজন তামিলনাড়ু থেকে ফিরেছে । একজন কেরালা থেকে ফিরেছে । এ পর্যন্ত যারা ভিন রাজ্য থেকে ফিরেছে তাদের মধ্যে 2266 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন 779 । 1487 জন সুস্থ হয়েছে ।

বুধবার, বিদেশ ভ্রমণের ইতিহাস আছে এমন দুজনের শরীরে কোরোনার হদিস মিলেছে । একজন সম্প্রতি কুয়েত ও অপরজন অ্যামেরিকা থেকে ফিরেছে । বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে এমন কোরোনায় আক্রান্তের সংখ্যা 422 জন । যাদের মধ্যে 268 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত 154 জন চিকিৎসাধীনে রয়েছে ।

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 8 জুলাই : 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 1062 জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম । মঙ্গলবারে কোরোনায় আক্রান্তের সংখ্যা 1178 । বুধবারের কোরোনা আক্রান্তদের মধ্যে ভিন রাজ্য থেকে আসা 11 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 22259 ।

রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যের 13 টি জেলায থেকেই নতুন কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । বুধবার সকাল 9 টা পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, একদিনে চিত্তুর জেলায় 255 টি, গুন্টুর জেলায় 173 টি, পূর্ব গোদাবরীতে 125 টি, অনন্তপুরে 87, কাদাপায় 71 টি, কৃষ্ণায় 70টি কোভিড পজ়িটিভ কেস মিলেছে ।

গত 24 ঘণ্টায় 27,643 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার আগের 24 ঘণ্টায় 16,213 টি পরীক্ষা করা হয়েছিল । বুধবার হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,332 জন ।

বুধবার পর্যন্ত 10,894 জন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 11,101 জন । গত 24 ঘণ্টায় রাজ্যে 12 জনের কোরোনায় মৃত্যু হয়েছে । কুরনুলে 3 জন, কৃষ্ণা, অনন্তপুর, পশ্চিম গোদাবরী জেলায় 2 জন করে । এবং চিত্তুর, গুন্টুর ও বিশাখাপটনম জেলায় একজন করে কোরোনায় মারা গিয়েছে । অন্ধ্রপ্রদেশে এখনও পর্যন্ত কোরোনায় মোট মৃত্যু হয়েছে 264 জনের ।

বুধবার রাজ্যের বাইরে থেকে আসা বাসিন্দাদের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে । গত 24 ঘণ্টায় ভিনরাজ্য ফেরত 9 জন আক্রান্ত হয়েছে । তার মধ্যে 6 জন তেলাঙ্গানা থেকে ফিরেছে । দুজন তামিলনাড়ু থেকে ফিরেছে । একজন কেরালা থেকে ফিরেছে । এ পর্যন্ত যারা ভিন রাজ্য থেকে ফিরেছে তাদের মধ্যে 2266 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন 779 । 1487 জন সুস্থ হয়েছে ।

বুধবার, বিদেশ ভ্রমণের ইতিহাস আছে এমন দুজনের শরীরে কোরোনার হদিস মিলেছে । একজন সম্প্রতি কুয়েত ও অপরজন অ্যামেরিকা থেকে ফিরেছে । বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে এমন কোরোনায় আক্রান্তের সংখ্যা 422 জন । যাদের মধ্যে 268 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত 154 জন চিকিৎসাধীনে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.