নিউ দিল্লি , 2 মে : দেশজুড়ে লকডাউন চলছে ৷ তার মধ্যেই স্পাইসজেট সংস্থার তরফ থেকে একটি বিমান (maiden freighter flight) চালানো হয়েছে ৷ এই বিমানটি গতকাল রাতে 17 টন জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে মুম্বই থেকে বাহরিনে উড়ে গেছে ৷ স্পাইসজেটের তরফে এই প্রথম চিকিৎসা সামগ্রী বহনকারী পণ্য পরিবহনকারী বিমান বাহরিনে পাঠানো হয়েছে ৷ আজ সংস্থার তরফ থেকে এমনটাই জানানো হয়েছে ৷
দেশব্যপী লকডাউন শুরু হওয়ার পর থেকে স্পাইসজেট 710 টিরও বেশি উড়ানে 5100-র বেশি পণ্য পরিবহন করেছে ৷ এই 710 টি উড়ানের মধ্যে 256 টি আন্তর্জাতিক পণ্য পরিবহনকারী বিমান ছিল ৷
সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন , "লকডাউন শুরু হওয়ার পর থেকে আমাদের সংস্থা ভারত এবং ভারতের বাইরে 5100 টনের বেশি সামগ্রী পাঠিয়েছে ৷ পরবর্তী সময়েও প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের পরিষেবা জারি রাখব ৷"
লকডাউন চলাকালীন , স্পাইসজেটের তরফ থেকে আবু ধাবি , কুয়েত , সিঙ্গাপুর , সাংহাই , ব্যাঙ্কক , কলম্বো , দুবাই , কাবুল , মায়ানমার প্রভৃতি জায়গায় এই পণ্য পরিবহনকারী বিমানগুলি পরিচালনা করা হয়েছে ৷
কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ দুই সপ্তাহ বাড়ানোর পর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা 17 মে পর্যন্ত বন্ধ রাখার কথা জানানো হয়েছে ৷ তবে, এই নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক পণ্য পরিবহনকারী বিমান এবং বিশেষত DGCA দ্বারা অনুমোদিত উড়ানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।