দিল্লি, 18 অগাস্ট: পি এম কেয়ারস ফান্ডের টাকা জাতীয় ত্রাণ তহবিলে স্থানান্তরের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । তবে এই ফান্ডের বৈধতাকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত ।
পি এম কেয়ারস ফান্ড নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা ৷ কোন খাতে অনুদানের অর্থ ব্যবহার করা হচ্ছে সেই তথ্য প্রকাশ করার দাবিও তোলা হয়েছে ৷ এদিকে পি এম কেয়ারস ফান্ডের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তর করার আবেদন জানায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা । এই ফান্ড বিপর্যয় মোকাবিলা আইনকে লঙ্ঘন করছে বলেও অভিযোগ করা হয় ।
28 মার্চ গঠিত হয় পি এম কেয়ারস ফান্ড ৷ কোরোনা ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্যই এই ফান্ড গঠন করা হয় । প্রধানমন্ত্রী ওই ফান্ডের চেয়ারম্যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ট্রাস্টি হন । কিন্তু, জাতীয় ত্রাণ তহবিল থাকতেও কেন পৃথক এই তহবিল গঠন করা হল তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা ।
আজ ভিডিয়ো কনফারেনিসের মাধ্যমে রায় ঘোষণা করেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহর ডিভিশন বেঞ্চ । রায় ঘোষণার পর টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং । টুইটে লেখেন, "PM কেয়ারস ফান্ডকে বৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট । এই টাকা স্থানান্তরের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে । আশা করি সুপ্রিম কোর্টের রায় থেকেই বিষয়টি সবার কাছে পরিষ্কার ও স্বচ্ছ ।"