দিল্লি, 6 জুলাই : দেশের 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোরোনা আক্রান্ত রোগীর সুস্থতার হার বেশি ৷ যেখানে দেশের মোট সুস্থতার হার 60.77 শতাংশ, সেখানে দিল্লি, গুজরাত ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে সুস্থতার হার অনেক বেশি ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে মোট COVID-19 আক্রান্তের সংখ্যা 6 লাখ 97 হাজার 413 ৷ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 19 হাজার 693 ৷
কেন্দ্রের নির্দেশিকা সঠিকভাবে পালন করায় 21 রাজ্যে COVID-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়া অনেকাংশে আটকানো গেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ কনটেনমেন্ট জ়োনগুলিকে সঠিকভাবে ভাগ করা এবং COVID-19 এর মোকাবিলায় কড়া নজরদারি রাখার ফলে এটা সম্ভব হয়েছে ৷ এর প্রভাব সরাসরি কোরোনা ভাইরাসমুক্ত হওয়ার ক্ষেত্রে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ দেশে মোট 4,24,432 জন COVID-19 আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন ৷ শতাংশের বিচারে 60.77 ৷
দেশে সুস্থতার হার বেশি থাকা 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে- চণ্ডীগড় (85.9 শতাংশ), লাদাখ (82.2 শতাংশ), উত্তরাখণ্ড (80.9 শতাংশ), ছত্তিশগড় (80.6 শতাংশ), রাজস্থান (80.1 শতাংশ), মিজ়োরাম (79.3 শতাংশ), ত্রিপুরা (77.7 শতাংশ), মধ্যপ্রদেশ (76.9 শতাংশ), ঝাড়খণ্ড (74.3 শতাংশ), বিহার (74.2 শতাংশ), হরিয়ানা (74.1 শতাংশ), গুজরাত (71.9 শতাংশ), পাঞ্জাব (70.5 শতাংশ), দিল্লি (70.2 শতাংশ), মেঘালয় (69.4 শতাংশ), ওড়িশা (69.0 শতাংশ), উত্তরপ্রদেশ (68.4 শতাংশ), হিমাচল প্রদেশ (67.3 শতাংশ), অসম (62.4 শতাংশ) এবং জম্মু ও কাশ্মীর (62.4 শতাংশ) ৷