ETV Bharat / bharat

অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগপতিরা ভবিষ্যতে নয়া দৃষ্টান্ত স্থাপন করবে, আশাবাদী রতন টাটা

author img

By

Published : May 11, 2020, 10:44 PM IST

উদ্যোগপতিদের উদ্ভাবন শক্তি ও সৃজনশীলতার মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতিকে চাঙ্গা করতে সাহায্য করবে ৷ যা আগামীদিনে দৃষ্টান্ত স্থাপন করবে ৷ আজ সোশাল মিডিয়ার একটি পোস্ট করে এমন আশাই প্রকাশ করলেন রতন টাটা ৷

Ratan Tata
রতন টাটা

দিল্লি , 11 মে : লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন সংকটে ৷ এই সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে আগামীদিনে উদ্যোগপতিরা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ৷ এমনটাই আশা প্রবীণ শিল্পপতি রতন টাটার ৷ আজ তিনি বলেন , এই কোরোনা ভাইরাস প্যানডেমিক উদ্যোগপতিদের নতুন বা পরিবর্তিত উদ্যোগগুলি সফল করার ক্ষেত্রে পরিস্থিতিকে মানিয়ে নিতে , নতুনভাবে তৈরি করতে ও উপায় সন্ধান করতে বাধ্য করবে যা আগামীদিনে দৃষ্টান্ত স্থাপন করবে ৷

আজ সোশাল মিডিয়ায় একটি পোস্টে রতন টাটা আশা প্রকাশ করে জানান , অর্থনৈতিক কার্যকলাপকে ব্যাহত করেছে এই প্যানডেমিক ৷ তবে উদ্যোগপতিরা এই প্যানডেমিক পরিস্থিতিকে অনুসরণ করে তাঁদের কার্যক্রমকে পরিচালনার জন্য আরও ভালো উপায় খুঁজে পাবে ৷ তিনি বলেন , " অতীতের কঠিন সময়গুলিতে উদ্যোগপতিরা যে দূরদর্শিতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন তা একেবারেই অবিশ্বাস্য ৷ যা আজকের দিনে নতুন ভাবনা ও নতুন টেকনোলজির মানদণ্ডের ভূমিকা নিয়েছে ৷"

তিনি আরও বলেন , " আমি বিশ্বাস করি যে , পণ্য তৈরির , একটি প্রতিষ্ঠান চালানোর এবং কাজ পরিচালনার ক্ষেত্রে আরও ভালো উপায় খুঁজে পাওয়ার দক্ষতা বর্তমান সংকটের ফলাফল হিসাবে আবির্ভূত হবে ৷ "

টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা এ প্রসঙ্গে বলেন , " আমি কোনওভাবেই বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতিকে অস্বীকার করছি না ৷ তবে আমার আত্মবিশ্বাস এই উদ্ভাবক প্রকৃতিতে আরও বেড়ে গেছে এবং সৃজনশীল উদ্যোগপতি যাঁরা , তাঁরা বর্তমানে তাঁদের নতুন ও সংশোধিত উদ্যোগগুলি সফল করতে উপায় খুঁজে পাবেন যা আগামীকালে দৃষ্টান্ত স্থাপন করবে ৷

অবসর গ্রহণের পর যিনি বিভিন্ন স্টার্ট-আপে বিনিয়োগ করেছেন সেই রতন টাটা বলেন , "এই সংকট উদ্যোগপতিদের মানিয়ে নিতে এবং সৃজন করতে বাধ্য করবে ৷ "

দিল্লি , 11 মে : লকডাউনের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এখন সংকটে ৷ এই সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে আগামীদিনে উদ্যোগপতিরা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ৷ এমনটাই আশা প্রবীণ শিল্পপতি রতন টাটার ৷ আজ তিনি বলেন , এই কোরোনা ভাইরাস প্যানডেমিক উদ্যোগপতিদের নতুন বা পরিবর্তিত উদ্যোগগুলি সফল করার ক্ষেত্রে পরিস্থিতিকে মানিয়ে নিতে , নতুনভাবে তৈরি করতে ও উপায় সন্ধান করতে বাধ্য করবে যা আগামীদিনে দৃষ্টান্ত স্থাপন করবে ৷

আজ সোশাল মিডিয়ায় একটি পোস্টে রতন টাটা আশা প্রকাশ করে জানান , অর্থনৈতিক কার্যকলাপকে ব্যাহত করেছে এই প্যানডেমিক ৷ তবে উদ্যোগপতিরা এই প্যানডেমিক পরিস্থিতিকে অনুসরণ করে তাঁদের কার্যক্রমকে পরিচালনার জন্য আরও ভালো উপায় খুঁজে পাবে ৷ তিনি বলেন , " অতীতের কঠিন সময়গুলিতে উদ্যোগপতিরা যে দূরদর্শিতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন তা একেবারেই অবিশ্বাস্য ৷ যা আজকের দিনে নতুন ভাবনা ও নতুন টেকনোলজির মানদণ্ডের ভূমিকা নিয়েছে ৷"

তিনি আরও বলেন , " আমি বিশ্বাস করি যে , পণ্য তৈরির , একটি প্রতিষ্ঠান চালানোর এবং কাজ পরিচালনার ক্ষেত্রে আরও ভালো উপায় খুঁজে পাওয়ার দক্ষতা বর্তমান সংকটের ফলাফল হিসাবে আবির্ভূত হবে ৷ "

টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা এ প্রসঙ্গে বলেন , " আমি কোনওভাবেই বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতিকে অস্বীকার করছি না ৷ তবে আমার আত্মবিশ্বাস এই উদ্ভাবক প্রকৃতিতে আরও বেড়ে গেছে এবং সৃজনশীল উদ্যোগপতি যাঁরা , তাঁরা বর্তমানে তাঁদের নতুন ও সংশোধিত উদ্যোগগুলি সফল করতে উপায় খুঁজে পাবেন যা আগামীকালে দৃষ্টান্ত স্থাপন করবে ৷

অবসর গ্রহণের পর যিনি বিভিন্ন স্টার্ট-আপে বিনিয়োগ করেছেন সেই রতন টাটা বলেন , "এই সংকট উদ্যোগপতিদের মানিয়ে নিতে এবং সৃজন করতে বাধ্য করবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.