ETV Bharat / bharat

তামিলনাড়ুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা

তামিলনাড়ুতে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত মহিলা । দিল্লিতে গত মাসে ধর্মীয় জমায়েতে গেছিলেন এই মহিলার শওহর ।

Tamil Nadu
Tamil Nadu
author img

By

Published : Apr 25, 2020, 11:25 AM IST

Updated : Apr 25, 2020, 2:20 PM IST

চেন্নাই, 25 এপ্রিল : চেন্নাইয়ের RSRM সরকারি হাসপাতালে একটি সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত এক মহিলা । মঙ্গলবার 42 বছর বয়সি এই মহিলা কন্যাসন্তান প্রসব করেন। সদ্যোজাতর ওজন হয়েছে 2.৮ কিলোগ্রাম । ইনিই তামিলনাড়ুর প্রথম কোরোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা যিনি সুস্থ সন্তানের জন্ম দিলেন।

দিল্লিতে গত মাসে ধর্মীয় জমায়েতে গেছিলেন এই মহিলার শওহর । তিনি কোরোনায় আক্রান্ত হন । 30 মার্চ তাঁর সোয়াব নমুনা টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তাঁর থেকে সংক্রমিত হন এই মহিলা এবং তাঁর দুই সন্তান । প্রত্যেকেই চেন্নাইয়ের হাসপাতালে ভরতি । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ।

চিকিৎসকরা আক্রান্ত ওই প্রসূতির খেয়াল রাখছেন। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা এবং তাঁর পরিবার ।

চেন্নাই, 25 এপ্রিল : চেন্নাইয়ের RSRM সরকারি হাসপাতালে একটি সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত এক মহিলা । মঙ্গলবার 42 বছর বয়সি এই মহিলা কন্যাসন্তান প্রসব করেন। সদ্যোজাতর ওজন হয়েছে 2.৮ কিলোগ্রাম । ইনিই তামিলনাড়ুর প্রথম কোরোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা যিনি সুস্থ সন্তানের জন্ম দিলেন।

দিল্লিতে গত মাসে ধর্মীয় জমায়েতে গেছিলেন এই মহিলার শওহর । তিনি কোরোনায় আক্রান্ত হন । 30 মার্চ তাঁর সোয়াব নমুনা টেস্টের রিপোর্ট আসে । জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তাঁর থেকে সংক্রমিত হন এই মহিলা এবং তাঁর দুই সন্তান । প্রত্যেকেই চেন্নাইয়ের হাসপাতালে ভরতি । সেখানে তাঁদের চিকিৎসা চলছে ।

চিকিৎসকরা আক্রান্ত ওই প্রসূতির খেয়াল রাখছেন। চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা এবং তাঁর পরিবার ।

Last Updated : Apr 25, 2020, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.