দিল্লি, 3 মে : কোরোনা পরিস্থিতিতে ফি-তে ছাড় দিক দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি । এই দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল দিল্লির একটি বেসরকারি সংস্থা । তাদের দাবি, কোরোনার জেরে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ । অনেকেই ফি দিতে পারছে না । এই পরিস্থিতিতে তাদের যেন প্রতিষ্ঠান থেকে বের করে না দেওয়া হয় ।
সংস্থাটি তাদের পিটিশনে জানিয়েছে, লকডাউনের জেরে আপাতত বন্ধ রয়েছে কলেজ- বিশ্ববিদ্যালয় । পঠন-পাঠনও বন্ধ, ফলে এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফি দাবি করতে পারে না । তাদের যুক্তি, 21 ও 21 (A) ধারা অনুযায়ী রাইট টু লাইফ, ব্যক্তি স্বাধীনতা এবং শিক্ষার অধিকারকে বাণিজ্যের অংশ করা যাবে না ।
পিটিশনে তারা লেখে, এই আইনটিতে উল্লেখ রয়েছে যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক ক্ষেত্র নয় । ফলে লাভ অর্জনের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানগুলি চালানো যায় না । ফলে কোরোনা পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে, তাদের ফি-র ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত ।
পিটিশনের শেষে সংস্থাটি উল্লেখ করে, আইনে যা বলা হচ্ছে, তার সুনির্দিষ্ট প্রয়োগ যেন হয় তা দেখা কর্তব্য ।