হায়দরাবাদ, 17 মে : বিশ্বে 46 লাখ ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে । লকডাউন জারি রয়েছে বেশ কয়েকটি দেশে । একাধিক জায়গায় আটকে রয়েছেন অনেকে । এই পরিস্থিতিতে মানব পাচার বাড়তে পারে বলে মনে করছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (UNODC) ।
লকডাউনের জেরে প্রায় সব দেশেই আটকে পড়েছেন অনেকে । অনেকেরই কাজ নেই, আয় নেই । ঘরেও ফিরতে পারছেন না । টাকা না থাকায় ভিন দেশে বা রাজ্যে জীবনযাপন করাও সমস্যার । অনেকেই আবার আটকে রয়েছেন শিবিরে । তাঁদের বাড়ি ফেরানোর টোপ দিয়েই মানব পাচার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । এক্ষেত্রে টার্গেট করা হতে পারে পরিযায়ী শ্রমিকদেরও ।
মূলত, ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন এলাকা জুড়ে ভিন রাজ্যের শ্রমিকদের সমস্যা দেখা দিচ্ছে । যাঁরা বাড়ি ফেরার চেষ্টা করছেন । তাঁদেরই লকডাউনের মাঝে পশ্চিম ও মধ্য ভূমধ্যসাগর চোরাচালান রুটে পাচার করা হতে পারে । তবে, কড়া নিরাপত্তার জন্য পূর্ব ভূমধ্যসাগরীয় পথ দিয়ে একাজ হবে না ।
এদিকে দ্রুত বাড়ছে বেকারত্বের হার । একের পর এক কম্পানি বন্ধ হয়ে যাচ্ছে । কর্মী ছাঁটাইও চলছে সমান তালে । যার জেরে অপরাধমূলক কাজ খুবই বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের ।
UNODC গবেষণার পর আরও জানিয়েছে, এই পরিস্থিতি কাটতে কাটতে অর্থনৈতিক অবস্থা যে জায়গায় যাবে তাতে অনেক দেশের নাগরিকই ভালো রোজগারের তাগিদে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন । সেই পথেও বাড়তে পারে মানব পাচারের সংখ্যা । তবে এটা আটকানো যাবে তখনই যখন বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং উন্নত ও উন্নয়নশীল দেশ দুই-ই নিজেদের অর্থনীতি চাঙ্গা করতে জোর দেবে ।