ETV Bharat / bharat

লকডাউনের 23 দিন : চিন থেকে আসছে কোরোনা পরীক্ষার কিট - ত্রিবান্দম আন্তর্জাতিক বিমানবন্দর

Lockdown
লকডাউন
author img

By

Published : Apr 16, 2020, 10:31 AM IST

Updated : Apr 16, 2020, 8:28 PM IST

20:19 April 16

দিল্লি, 16 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । গতকাল সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 23তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

55টি দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি করছে ভারত ৷ এই তালিকায় রয়েছে অ্যামেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ ইত্যাদি ৷

20:14 April 16

বিহারে আক্রান্ত আরও 6 ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 80তে ৷

20:13 April 16

পুনের  শিখরপুরে এক কোরোনা আক্রান্ত সোনোগ্রাফি টেকনিশিয়ানের সংস্পর্শে আসায় 62জন গর্ভবতী মহিলাদের কোয়ারান্টাইনে পাঠানো হল ৷

20:13 April 16

গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার কোরোনাভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকুয়েন্স তৈরি করল ৷ এরফলে ভাইরাসের উৎপত্তি, ওষুধ ও ভ্যাকসিনের কার্যকারীতা পরীক্ষা করতে সাহায্য করবে ৷

20:13 April 16

ভোপালে স্বাস্থ্য দপ্তরের 90-র বেশি কর্মী ও 20 জন পুলিশ আক্রান্ত কোরোনা ভাইরাসে ৷

20:13 April 16

কোরোনা ভাইরাসের প্রভাবে চলতি আর্থিক বছরে ক্ষতি হতে চলেছে 22 হাজার কোটি টাকা ৷ CM COVID19 ফান্ডে রাজ্যের সকল মন্ত্রী তাদের তিন মাসের বেতন দানের সিদ্ধান্ত নিলেন ৷ সরকারি কর্মচারীদের স্বেচ্ছায় বেতন দান করার অনুরোধও জানিয়েছেন ৷

16:59 April 16

53টি দেশে মোট 3036জন ভারতীয় কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ দেশের বাইরে কোরোনায় আক্রান্ত হয়ে 25জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷

16:59 April 16

তামিলনাড়ুতে আরও 25 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1267-এ ৷

16:58 April 16

হরিয়ানায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও নয়জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 213-এ, যারমধ্যে 14জন ইট্যালির বাসিন্দা ৷

16:58 April 16

কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 313-এ ৷ আজ নতুন করে 34জন কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে 17জন বেলাগাভির বাসিন্দা ৷ 5জন সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে ৷

16:58 April 16

মহারাষ্ট্রে আজ নতুন করে কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 165 জন, এদের মধ্যে 107 জনই মুম্বইয়ের বাসিন্দা ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 3081-তে ৷

16:58 April 16

দিল্লিতে কোরোনা আক্রান্ত এক পিৎজা ডেলিভারি বয় ৷ গত 15দিনে আক্রান্ত ওই ব্যক্তি যে বাড়িগুলিতে ডেলিভারি করেছিল, তা খুঁজে বের করা হয়েছে ৷ 72টি পরিবারকে কোয়ারানটাইনে থাকতে বলা হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তির রুমমেটদের পরীক্ষা করোনো হয়েছে ৷

16:57 April 16

বিহারে আক্রান্ত আরও দুই ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 74-এ ৷

16:57 April 16

তামিলনাড়ু CM রিলিফ ফান্ডে জমা পড়েছে 134.64 কোটি টাকা, জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পলানিস্যামী ৷

16:57 April 16

কেন্দ্রের অনুদান ছাড়াও অরুণাচল সরকারের তরফ থেকে প্রতিটি কৃষক যারা PM-কিশান যোজনার অধীনে রয়েছে, তাদের এক হাজার টাকা করে দেওয়া হল ৷

16:57 April 16

সংক্রমণের ভয়ে পঞ্জাবের লুধিয়ানায় হোম ডেলিভারি সহ খাদ্য প্রস্তুত সংক্রান্ত সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হল ৷

16:57 April 16

লকডাউন না মানায় সকাল থেকে দুপুর 12টা অবধি 264জন ব্যক্তিকে গ্রেফতার ও 60টি গাড়ি আটক করেছে কলকাতা পুলিশ ৷

10:02 April 16

কোরোনাভাইরাসের ফলে কেরলে আটকে পড়া 268জন ব্রিটিশ নাগরিক কাল ফিরল নিজেদের দেশে ৷ ত্রিবান্দম ও কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে ব্রিটিশ এয়ারওয়েস রওনা দেয় ৷

10:01 April 16

পঞ্জাবের হোসিয়ারপুরের মহিলারা গ্রামবাসীদের জন্য বাড়িতেই তৈরী করল মাস্ক ৷

10:01 April 16

Hyderabad traffic
হায়দরাবাদ ট্রাফিকের অ্যাডিশনাল কমিশনার অনিল কুমার

হায়দরাবাদে লকডাউন না মানায় এখনও পর্যন্ত মোট 29 হাজার গাড়ি আটক করা হয়েছে বলে জানালেন হায়দরাবাদ ট্রাফিকের অ্যাডিশনাল কমিশনার অনিল কুমার ৷

10:01 April 16

আগ্রাতে আজ আরও 19জনের কোরোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ আগ্রাতে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা পৌছাল 167-এ ৷

10:00 April 16

Rajasthan State Health Dept
রাজস্থান স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে প্রকাশিত তথ্য

রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 25 জন ৷ এদের মধ্যে একজন আজমের, একজন বিকানির, দুইজন ঝুনঝুনু, দশজন যোধপুর ও 11জন টঙ্কের বাসিন্দা ৷ রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1101-এ ৷

10:00 April 16

লখনউতে কাল গৃহীত 929টি স্যাম্পেলের মধ্যে 21টি কোরোনা পজিটি়ভ এসেছে বলে জানাল কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি ৷

09:57 April 16

র্যাপিড অ্যান্টিবডি টেস্ট ও RNA এক্সট্রাকশন কিট মিলিয়ে মোট 650,000 কিট ভারতকে পাঠাচ্ছে চিন ৷ গুয়ানঝোউ বিমানবন্দর থেকে ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিমান ৷

20:19 April 16

দিল্লি, 16 এপ্রিল : দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পরিস্থিতি যাতে জটিল না হয়, সে কারণে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । গতকাল সেই লকডাউন বাড়িয়ে 3 মে পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউনের আজ 23তম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

55টি দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানি করছে ভারত ৷ এই তালিকায় রয়েছে অ্যামেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ ইত্যাদি ৷

20:14 April 16

বিহারে আক্রান্ত আরও 6 ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 80তে ৷

20:13 April 16

পুনের  শিখরপুরে এক কোরোনা আক্রান্ত সোনোগ্রাফি টেকনিশিয়ানের সংস্পর্শে আসায় 62জন গর্ভবতী মহিলাদের কোয়ারান্টাইনে পাঠানো হল ৷

20:13 April 16

গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার কোরোনাভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকুয়েন্স তৈরি করল ৷ এরফলে ভাইরাসের উৎপত্তি, ওষুধ ও ভ্যাকসিনের কার্যকারীতা পরীক্ষা করতে সাহায্য করবে ৷

20:13 April 16

ভোপালে স্বাস্থ্য দপ্তরের 90-র বেশি কর্মী ও 20 জন পুলিশ আক্রান্ত কোরোনা ভাইরাসে ৷

20:13 April 16

কোরোনা ভাইরাসের প্রভাবে চলতি আর্থিক বছরে ক্ষতি হতে চলেছে 22 হাজার কোটি টাকা ৷ CM COVID19 ফান্ডে রাজ্যের সকল মন্ত্রী তাদের তিন মাসের বেতন দানের সিদ্ধান্ত নিলেন ৷ সরকারি কর্মচারীদের স্বেচ্ছায় বেতন দান করার অনুরোধও জানিয়েছেন ৷

16:59 April 16

53টি দেশে মোট 3036জন ভারতীয় কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ দেশের বাইরে কোরোনায় আক্রান্ত হয়ে 25জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷

16:59 April 16

তামিলনাড়ুতে আরও 25 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1267-এ ৷

16:58 April 16

হরিয়ানায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও নয়জন ৷ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 213-এ, যারমধ্যে 14জন ইট্যালির বাসিন্দা ৷

16:58 April 16

কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 313-এ ৷ আজ নতুন করে 34জন কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে 17জন বেলাগাভির বাসিন্দা ৷ 5জন সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে ৷

16:58 April 16

মহারাষ্ট্রে আজ নতুন করে কোরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 165 জন, এদের মধ্যে 107 জনই মুম্বইয়ের বাসিন্দা ৷ মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 3081-তে ৷

16:58 April 16

দিল্লিতে কোরোনা আক্রান্ত এক পিৎজা ডেলিভারি বয় ৷ গত 15দিনে আক্রান্ত ওই ব্যক্তি যে বাড়িগুলিতে ডেলিভারি করেছিল, তা খুঁজে বের করা হয়েছে ৷ 72টি পরিবারকে কোয়ারানটাইনে থাকতে বলা হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তির রুমমেটদের পরীক্ষা করোনো হয়েছে ৷

16:57 April 16

বিহারে আক্রান্ত আরও দুই ৷ মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 74-এ ৷

16:57 April 16

তামিলনাড়ু CM রিলিফ ফান্ডে জমা পড়েছে 134.64 কোটি টাকা, জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পলানিস্যামী ৷

16:57 April 16

কেন্দ্রের অনুদান ছাড়াও অরুণাচল সরকারের তরফ থেকে প্রতিটি কৃষক যারা PM-কিশান যোজনার অধীনে রয়েছে, তাদের এক হাজার টাকা করে দেওয়া হল ৷

16:57 April 16

সংক্রমণের ভয়ে পঞ্জাবের লুধিয়ানায় হোম ডেলিভারি সহ খাদ্য প্রস্তুত সংক্রান্ত সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হল ৷

16:57 April 16

লকডাউন না মানায় সকাল থেকে দুপুর 12টা অবধি 264জন ব্যক্তিকে গ্রেফতার ও 60টি গাড়ি আটক করেছে কলকাতা পুলিশ ৷

10:02 April 16

কোরোনাভাইরাসের ফলে কেরলে আটকে পড়া 268জন ব্রিটিশ নাগরিক কাল ফিরল নিজেদের দেশে ৷ ত্রিবান্দম ও কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে ব্রিটিশ এয়ারওয়েস রওনা দেয় ৷

10:01 April 16

পঞ্জাবের হোসিয়ারপুরের মহিলারা গ্রামবাসীদের জন্য বাড়িতেই তৈরী করল মাস্ক ৷

10:01 April 16

Hyderabad traffic
হায়দরাবাদ ট্রাফিকের অ্যাডিশনাল কমিশনার অনিল কুমার

হায়দরাবাদে লকডাউন না মানায় এখনও পর্যন্ত মোট 29 হাজার গাড়ি আটক করা হয়েছে বলে জানালেন হায়দরাবাদ ট্রাফিকের অ্যাডিশনাল কমিশনার অনিল কুমার ৷

10:01 April 16

আগ্রাতে আজ আরও 19জনের কোরোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৷ আগ্রাতে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা পৌছাল 167-এ ৷

10:00 April 16

Rajasthan State Health Dept
রাজস্থান স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে প্রকাশিত তথ্য

রাজস্থানে কোরোনা আক্রান্ত আরও 25 জন ৷ এদের মধ্যে একজন আজমের, একজন বিকানির, দুইজন ঝুনঝুনু, দশজন যোধপুর ও 11জন টঙ্কের বাসিন্দা ৷ রাজস্থানে মোট আক্রান্তের সংখ্যা পৌছাল 1101-এ ৷

10:00 April 16

লখনউতে কাল গৃহীত 929টি স্যাম্পেলের মধ্যে 21টি কোরোনা পজিটি়ভ এসেছে বলে জানাল কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি ৷

09:57 April 16

র্যাপিড অ্যান্টিবডি টেস্ট ও RNA এক্সট্রাকশন কিট মিলিয়ে মোট 650,000 কিট ভারতকে পাঠাচ্ছে চিন ৷ গুয়ানঝোউ বিমানবন্দর থেকে ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিমান ৷

Last Updated : Apr 16, 2020, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.