দিল্লি, 14 মার্চ : ভারতে কোরোনা ভাইরাসে সংখ্যা বেড়ে দাঁড়াল 83 ৷ ভারতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 2 জনের ৷ মৃতের পরিবার পিছু 4 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।
আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে মৃতের পরিবার পিছু 4 লাখ টাকা করে দেওয়া হবে । পাশাপাশি কোরোনা আক্রান্ত রোগীর সেবায় নিযুক্ত যদি কোরোনার সংক্রমণে মারা যান তাহলে তাঁর পরিবারকেও একই ভাবে 4 লাখ টাকা দেওয়া হবে ।
কোরোনার প্রকোপে ইতিমধ্যে বিশ্বের 1 লাখ 45 হাজার মানুষ । মৃত্যু হয়েছে পাঁচ হাজারেরও বেশি । বিষয়গুলি মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রক COVID-19 কে উল্লেখযোগ্য বিপর্যয় হিসেবে বিবেচনা করছে ।