দিল্লি, 14 অক্টোবর : গতকালের থেকে ফের বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা ৷ মঙ্গলবার দৈনিক সংক্রমণ নেমেছিল 55 হাজারে ৷ আজ ফের তা বেড়ে হয়েছে সাড়ে 63 হাজার ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় 63 হাজার 509 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ যদিও সেপ্টেম্বরের থেকে দৈনিক সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 72 হাজার 39 হাজার 390 জন ৷
কমছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷ এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা এক হাজারের নীচে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 730 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল আরও কম ৷ 706 জন মতো ৷ এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 1 লাখ 10 হাজার 586 ৷ সক্রিয় আক্রান্ত 8 লাখ 26 হাজার 876 ৷
দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 43 হাজার 837 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 5 হাজার 415 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 63 হাজার । সক্রিয় আক্রান্ত 42 হাজার 855 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 26 হাজার 106 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 15 হাজার 795 ।
24 ঘণ্টায় 10 লাখ 73 হাজার 14 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 13 অক্টোবর পর্যন্ত মোট 9,00,90,122টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।