ETV Bharat / bharat

কোরোনার প্রভাবে OCD বাড়ছে শিশু ও যুবদের, বলছে গবেষণা - কোরোনা ভাইরাস

BMC সাইকিয়াট্রি জার্নালে বলা হয়েছে, কোরোনা ভাইরাসের কারণে বড়দের মধ্য়েও মানসিক অস্থিরতা দেখা দিয়েছে ৷ কোরোনাকালে এই ধরনের ব্যাধি নিয়ে বিশ্লেষণের কারণ, OCD এমন একটি ব্য়াধি যার একাধিক ক্লিনিকাল এক্সপ্রেশন রয়েছে ৷ এমনই জানিয়েছেন এই গবেষণার সঙ্গে যুক্ত ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপক তথা লেখক জ়ুডিথ নিসেন ৷

covid-19-can-trigger-ocd-in-kids-and-young-people-study
COVID-19’র প্রভাবে OCD বাড়ছে বাচ্চা এবং যুবক-যুবতীদের মধ্য়ে, গবেষণা
author img

By

Published : Nov 10, 2020, 7:34 PM IST

লন্ডন, 10 নভেম্বর : COVID-19 পর্বে লক ডাউনের কারণে বাচ্চাদের এবং যুবসমাজের মধ্য়ে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা OCD, উদ্বেগ এবং মানসিক অবসাদের লক্ষণ দেখা দিয়েছে ৷ লন্ডনের BMC সাইকিয়াট্রি নামে একটি জার্নালে এমনই দাবি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, OCD এমন একটি মানসিক অবস্থা, যেখানে বারবার অযাচিত চিন্তাভাবনা মানুষের মনের মধ্য়ে ভিড় করতে থাকে বা এমন কোনো কাজ যা বারবার একজন করতে থাকে ৷ কিছু মানুষ এই অবস্থা দু‘টো কাজই করেন ৷

তবে, শুধুই বাচ্চা বা যুবসমাজ নয়, BMC সাইকিয়াট্রি জার্নালে বলা হয়েছে, কোরোনা ভাইরাসের কারণে বড়দের মধ্য়েও মানসিক অস্থিরতা দেখা দিয়েছে ৷ কোরোনা কালে এই ধরনের ব্যাধি নিয়ে বিশ্লেষণের কারণ, OCD এমন একটি ব্য়াধি যার একাধিক ক্লিনিকাল এক্সপ্রেশন রয়েছে ৷ এমনই জানিয়েছেন এই গবেষণার সঙ্গে যুক্ত ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপক তথা লেখক জ়ুডিথ নিসেন ৷ সুতরাং, এধরনের গুরুত্বপূর্ণ ব্য়াধিতে মানুষের অভিব্য়ক্তি, ব্য়াধির প্রসার এবং তার অগ্রগতি কীভাবে তার প্রভাব ফেলছে তা পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি ৷ এ নিয়ে স্পষ্ট ধারণ করতে গবেষকরা কিছু প্রশ্নপত্র পাঠিয়েছিলেন 7 এবং 21 বছর বয়সি বাচ্চা ও যুবক-যুবতিদের দু‘টি দলে ৷ তাদের মধ্য়ে একটি দলকে সেন্টার ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলিসেন্ট সাইকিয়াট্রি বিভাগের স্পেশালিস্ট OCD সেকশনের চিকিৎসকদের সঙ্গে কথা বলানো হয় ৷ অন্য় আরেকটি দলকে ড্য়ানিশ OCD অ্যাসোসিয়েশনে নিয়ে যাওয়া হয় ৷ এদের মধ্য়ে বেশিরভাগ বাচ্চা ও যুবক-যুবতিদের বছর খানেক আগে পরীক্ষা করা হয়েছিল ৷ তাদের মধ্য়ে 102 বাচ্চা প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাঠিয়েছিল ৷

সেই রিপোর্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের মধ্য়ে থাকা OCD, উদ্বেগ এবং মানসিক অবসাদের প্রভাব কোরোনা ভাইরাসের সময় হওয়া পরিস্থিতিতে আরও খারাপ হয়েছে ৷ এই দুই দলের মধ্য়ে অবসাদের লক্ষণ খুব বেশি করে দেখা দিয়েছিল বলে জানান ওই জার্নালের গবেষক তথা লেখক ৷ এদের অর্ধেকেরও বেশি বাচ্চা এবং যুবক-যুবতিদের OCD রিপোর্ট সবচেয়ে খারাপ এসেছিল ৷

লন্ডন, 10 নভেম্বর : COVID-19 পর্বে লক ডাউনের কারণে বাচ্চাদের এবং যুবসমাজের মধ্য়ে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার বা OCD, উদ্বেগ এবং মানসিক অবসাদের লক্ষণ দেখা দিয়েছে ৷ লন্ডনের BMC সাইকিয়াট্রি নামে একটি জার্নালে এমনই দাবি করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, OCD এমন একটি মানসিক অবস্থা, যেখানে বারবার অযাচিত চিন্তাভাবনা মানুষের মনের মধ্য়ে ভিড় করতে থাকে বা এমন কোনো কাজ যা বারবার একজন করতে থাকে ৷ কিছু মানুষ এই অবস্থা দু‘টো কাজই করেন ৷

তবে, শুধুই বাচ্চা বা যুবসমাজ নয়, BMC সাইকিয়াট্রি জার্নালে বলা হয়েছে, কোরোনা ভাইরাসের কারণে বড়দের মধ্য়েও মানসিক অস্থিরতা দেখা দিয়েছে ৷ কোরোনা কালে এই ধরনের ব্যাধি নিয়ে বিশ্লেষণের কারণ, OCD এমন একটি ব্য়াধি যার একাধিক ক্লিনিকাল এক্সপ্রেশন রয়েছে ৷ এমনই জানিয়েছেন এই গবেষণার সঙ্গে যুক্ত ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপক তথা লেখক জ়ুডিথ নিসেন ৷ সুতরাং, এধরনের গুরুত্বপূর্ণ ব্য়াধিতে মানুষের অভিব্য়ক্তি, ব্য়াধির প্রসার এবং তার অগ্রগতি কীভাবে তার প্রভাব ফেলছে তা পরীক্ষা করা প্রয়োজন বলে জানান তিনি ৷ এ নিয়ে স্পষ্ট ধারণ করতে গবেষকরা কিছু প্রশ্নপত্র পাঠিয়েছিলেন 7 এবং 21 বছর বয়সি বাচ্চা ও যুবক-যুবতিদের দু‘টি দলে ৷ তাদের মধ্য়ে একটি দলকে সেন্টার ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলিসেন্ট সাইকিয়াট্রি বিভাগের স্পেশালিস্ট OCD সেকশনের চিকিৎসকদের সঙ্গে কথা বলানো হয় ৷ অন্য় আরেকটি দলকে ড্য়ানিশ OCD অ্যাসোসিয়েশনে নিয়ে যাওয়া হয় ৷ এদের মধ্য়ে বেশিরভাগ বাচ্চা ও যুবক-যুবতিদের বছর খানেক আগে পরীক্ষা করা হয়েছিল ৷ তাদের মধ্য়ে 102 বাচ্চা প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাঠিয়েছিল ৷

সেই রিপোর্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, তাদের মধ্য়ে থাকা OCD, উদ্বেগ এবং মানসিক অবসাদের প্রভাব কোরোনা ভাইরাসের সময় হওয়া পরিস্থিতিতে আরও খারাপ হয়েছে ৷ এই দুই দলের মধ্য়ে অবসাদের লক্ষণ খুব বেশি করে দেখা দিয়েছিল বলে জানান ওই জার্নালের গবেষক তথা লেখক ৷ এদের অর্ধেকেরও বেশি বাচ্চা এবং যুবক-যুবতিদের OCD রিপোর্ট সবচেয়ে খারাপ এসেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.