হায়দরাবাদ, 7 জানুয়ারি: 25 হাজার 800 জন। ভারতে তৈরি একমাত্র কোরোনা ভ্যাকসিন নিতে যে সমস্ত স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন, এটা তারই সংখ্যা। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এই কথাই জানিয়েছে ভারত বায়োটেক। এই সংস্থাই ওই ভ্যাকসিন তৈরি করেছে। যার নাম কো-ভ্যাকসিন।
ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা এদিন এই বিবৃতিটি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কোভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নাম নথিভুক্ত করার কাজ শেষ হয়ে গিয়েছে। তার পর তিনি মোট নথিভুক্তকারী স্বেচ্ছাসেবকের সংখ্যাটা উল্লেখ করেন। এর জন্য তিনি প্রতিটি স্বেচ্ছাসেবককে অভিনন্দন জানিয়েছেন।
ভারতে এখনও পর্যন্ত দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। একটি কোভিডশিল্ড। যা তৈরি করেছে অক্সফোর্ড। আর ভারতে তা তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। আর দ্বিতীয়টি হল কোভ্যাকসিন। যা ভারত বায়োটেক তৈরি করেছে। আর এটাই ভারতে তৈরি হওয়া একমাত্র ভ্যাকসিন।
আরও খবর: ফের দৈনিক সংক্রমণ বৃদ্ধি, আক্রান্ত 20 হাজারের বেশি
এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা করার জন্যই এই ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। এদিকে প্রশাসনের তরফেও ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি চলছে। দেশজুড়ে শুরু হয়েছে ড্রাইরান। সম্ভবত পরের সপ্তাহেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। প্রথমে স্বাস্থ্যকর্মী-সহ অন্যান্য কোভিড যোদ্ধাদের দেওয়া হবে, যাঁরা এই কোরোনা-কালে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। এর পর পঞ্চাশোর্ধদের দেওয়া হবে এই ভ্যাকসিন।