ETV Bharat / bharat

প্রথম পর্যায়ে মানবদেহে কো-ভ্যাকসিনের পরীক্ষা সফল - হিউম্যান ট্রায়াল

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখান থেকেই প্রথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷

কো-ভ্যাকসিন
কো-ভ্যাকসিন
author img

By

Published : Aug 14, 2020, 6:12 PM IST

হায়দরাবাদ, 14 অগাস্ট : কোরোনা যুদ্ধে ভারতের বড় সাফল্য ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনকে প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ অর্থাৎ এটি মানব শরীরে ব্যবহারের জন্য নিরাপদ ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখানে থেকেই প্রাথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ 12টি জায়গার মোট 375 জন ভলেন্টিয়ারের শরীরে এই ভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষা করা হয় ৷

ভ্যাকসিনটি মোট দুটি ডোজ়ে পরীক্ষা করে মানবদেহের রোগ প্রতিরোধের কার্যকারিতা দেখার কথা ছিল ৷ যেহেতু প্রথম পর্যায়ে সফল হয়েছে, তাই বেশিরভাগ সেন্টার দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার দিকে অগ্রসর হবে ৷

দিল্লি ICMR-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সঞ্জয় রাই বলেন, ‘'আমরা দ্বিতীয় ডোজ় প্রস্তুতি করছি ৷ এখনও প্রর্যন্ত প্রথম ডোজ় দেওয়া ভলেন্টিয়ারদের দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি ৷ এটা নিরাপদ ৷’’

ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিতভাবে এই ভ্যাকসিনটি তৈরি করে ৷ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে কো-ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের BSL-3 ল্যাবে এই ভ্যাকসিন তৈরি করা হয় ৷ ICMR পুনের দেওয়া SARS-CoV-2 ভাইরাসের স্ট্রেইন থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয় ৷

ভারতের ড্রাগ কন্টোলার জেনেরাল এই ভ্যাকসিনটিকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেয় ৷ জুলাই 2020 তে দেশজুড়ে ভাইরাসের প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয় ৷ 12টি সেন্টারের সম্পূর্ণ ফলাফল আসার পর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু করার কথা চলতি বছরের সেপ্টেম্বরে ৷

রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিনটি যদি সমস্ত স্টেপে সফল হয় তাহলে সামনের বছরের প্রথম দিকেই তা বাজারে আসতে পারে ৷

হায়দরাবাদ, 14 অগাস্ট : কোরোনা যুদ্ধে ভারতের বড় সাফল্য ৷ দেশের প্রথম কোরোনা ভ্যাকসিন ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনকে প্রথম পর্বের হিউম্যান ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ অর্থাৎ এটি মানব শরীরে ব্যবহারের জন্য নিরাপদ ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR দেশের 12টি জায়গায় কো-ভ্যাকসিনের প্রথম পর্বের হিউম্যান ট্রায়াল করে ৷ সেখানে থেকেই প্রাথমিক ফলাফলে ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷ 12টি জায়গার মোট 375 জন ভলেন্টিয়ারের শরীরে এই ভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষা করা হয় ৷

ভ্যাকসিনটি মোট দুটি ডোজ়ে পরীক্ষা করে মানবদেহের রোগ প্রতিরোধের কার্যকারিতা দেখার কথা ছিল ৷ যেহেতু প্রথম পর্যায়ে সফল হয়েছে, তাই বেশিরভাগ সেন্টার দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার দিকে অগ্রসর হবে ৷

দিল্লি ICMR-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সঞ্জয় রাই বলেন, ‘'আমরা দ্বিতীয় ডোজ় প্রস্তুতি করছি ৷ এখনও প্রর্যন্ত প্রথম ডোজ় দেওয়া ভলেন্টিয়ারদের দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি ৷ এটা নিরাপদ ৷’’

ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলিতভাবে এই ভ্যাকসিনটি তৈরি করে ৷ ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে কো-ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের BSL-3 ল্যাবে এই ভ্যাকসিন তৈরি করা হয় ৷ ICMR পুনের দেওয়া SARS-CoV-2 ভাইরাসের স্ট্রেইন থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয় ৷

ভারতের ড্রাগ কন্টোলার জেনেরাল এই ভ্যাকসিনটিকে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমোদন দেয় ৷ জুলাই 2020 তে দেশজুড়ে ভাইরাসের প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয় ৷ 12টি সেন্টারের সম্পূর্ণ ফলাফল আসার পর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু করার কথা চলতি বছরের সেপ্টেম্বরে ৷

রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিনটি যদি সমস্ত স্টেপে সফল হয় তাহলে সামনের বছরের প্রথম দিকেই তা বাজারে আসতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.