ETV Bharat / bharat

তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন - Bharat Biotech's Coronavirus Vaccine, Cleared For Phase 3 Trials

হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক 2 অক্টোবর ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার (DGCI) কাছে কোভ্যাকসিনের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের জন্য আবেদন করেছিল । ভারত বায়োটেকের সেই আবেদন খতিয়ে দেখে শুক্রবার তাদের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের অনুমতি দেওয়া হয় ।

Covaxin
Covaxin
author img

By

Published : Oct 23, 2020, 7:53 PM IST

দিল্লি , 23 অক্টোবর : কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে বড় সাফল্য । তৃতীয় ফেজ়ের ক্লিনিকাল ট্রায়ালের জন্য ICMR-এর ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক 2 অক্টোবর ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার (DGCI) কাছে কোভ্যাকসিনের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের জন্য আবেদন করেছিল । ভারত বায়োটেকের সেই আবেদন খতিয়ে দেখে শুক্রবার তাদের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের অনুমতি দেওয়া হয় ।

আবেদনপত্রে ভারত বায়োটেক জানিয়েছে, দেশের 10 টি রাজ্যের 19টি জায়গায় 28 হাজার 500 জন 18 বছরের অধিক বয়সি স্বেচ্ছাসেবীর উপর তারা কোভ্যাকসিন প্রয়োগ করেছে ।

ভারত বায়োটেক ছাড়াও আহমেদাবাদের জ়াইডার ক্যাডিলা কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে ৷ তাদের ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ।

এদিকে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাস্ট্রাজ়েঙ্কার সঙ্গে যৌথভাবে অক্সফোর্ড COVID-19 ভ্যাকসিন তৈরি করছে । ইতিমধ্যেই এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে ।

ভারত বায়োটেকের পক্ষ থেকে জানান হয়েছে , পশুর শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে তারা সাফল্য পেয়েছে । এই ভ্যাকসিন পশুর শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে । যা কোরোনার মতো ভাইরাসের প্রতিরোধে সক্ষম ।

প্রথমিকভাবে 15 অগাস্ট এই ভ্যাকসিন বাজারে আসার কথা ছিল । পরে সরকারি আধিকারিকরা সংসদের স্ট্যান্ডিং কমিটিকে জানায় 2021-এর আগে এই ভ্যাকসিন তৈরি সম্ভব নয় । এদিকে কোরোনা প্যানডেমিকের মোকাবিলায় বিশ্বজুড়ে 100-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে । বিশ্বজুড়ে 4 কোটিরও বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 11 লাখের বেশি মানুষের ।

দিল্লি , 23 অক্টোবর : কোরোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে বড় সাফল্য । তৃতীয় ফেজ়ের ক্লিনিকাল ট্রায়ালের জন্য ICMR-এর ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন।

হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক 2 অক্টোবর ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার (DGCI) কাছে কোভ্যাকসিনের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের জন্য আবেদন করেছিল । ভারত বায়োটেকের সেই আবেদন খতিয়ে দেখে শুক্রবার তাদের তৃতীয় ফেজ়ের ট্রায়ালের অনুমতি দেওয়া হয় ।

আবেদনপত্রে ভারত বায়োটেক জানিয়েছে, দেশের 10 টি রাজ্যের 19টি জায়গায় 28 হাজার 500 জন 18 বছরের অধিক বয়সি স্বেচ্ছাসেবীর উপর তারা কোভ্যাকসিন প্রয়োগ করেছে ।

ভারত বায়োটেক ছাড়াও আহমেদাবাদের জ়াইডার ক্যাডিলা কোরোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে ৷ তাদের ভ্য়াকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ।

এদিকে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাস্ট্রাজ়েঙ্কার সঙ্গে যৌথভাবে অক্সফোর্ড COVID-19 ভ্যাকসিন তৈরি করছে । ইতিমধ্যেই এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে ।

ভারত বায়োটেকের পক্ষ থেকে জানান হয়েছে , পশুর শরীরে এই ভ্যাকসিনের প্রয়োগে তারা সাফল্য পেয়েছে । এই ভ্যাকসিন পশুর শরীরে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে । যা কোরোনার মতো ভাইরাসের প্রতিরোধে সক্ষম ।

প্রথমিকভাবে 15 অগাস্ট এই ভ্যাকসিন বাজারে আসার কথা ছিল । পরে সরকারি আধিকারিকরা সংসদের স্ট্যান্ডিং কমিটিকে জানায় 2021-এর আগে এই ভ্যাকসিন তৈরি সম্ভব নয় । এদিকে কোরোনা প্যানডেমিকের মোকাবিলায় বিশ্বজুড়ে 100-র বেশি ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া চলছে । বিশ্বজুড়ে 4 কোটিরও বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 11 লাখের বেশি মানুষের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.