ETV Bharat / bharat

AIIMS-এ অস্থায়ী আদালত, উন্নাও নির্যাতিতার বয়ান রেকর্ড

হাসপাতালেই অস্থায়ী আদালত গড়ে তোলা হয়েছে আজ ৷ নিগৃহীতার বয়ান রেকর্ড করতে দিল্লির AIIMS হাসপাতালে এসেছেন বিচারক ৷

উন্নাও
author img

By

Published : Sep 11, 2019, 12:54 PM IST

দিল্লি, 11 সেপ্টেম্বর : উন্নাও নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর৷ এদিকে আদালতে মামলা চলছে ৷ গণধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর ভাই ৷ নিগৃহীতার বয়ান রেকর্ড করতে দিল্লির AIIMS হাসপাতালে এসেছেন বিচারক ৷ সেখানেই আজ এই মামলার শুনানি হচ্ছে ৷

হাসপাতালেই অস্থায়ী আদালত গড়ে তোলা হয়েছে আজ ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে অত্যন্ত কড়া নির্দেশ জারি রয়েছে নির্যাতিতার শারীরিক অবস্থার দিকে নজর রাখা নিয়েও ৷ আদালত বলেই দিয়েছে, নির্যাতিতাকে যেন ট্রলি-স্ট্রেচারে নিয়ে আসা হয় ৷ তাঁর মুখ যেন থাকে বিচারকের দিকে ৷ তাঁর পাশে একজন নার্স থাকছেন ৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করছেন জেলা বিচারক ধর্মেশ শর্মা ৷

চলতি বছরের জুলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে উন্নাওয়ের এই নির্যাতিতা । নিগৃহীতা, তাঁর পরিবার এবং তাঁদের আইনজীবী একটি গাড়ি করে রায়বরেলি আসার পথে দুর্ঘটনা ঘটে৷ একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে । ট্রাকটির নম্বর প্লেটে কালো রং করা ছিল, এতে বাড়ে সন্দেহ ৷ উদ্দেশ্যপ্রণোদিত বলা হয় দুর্ঘটনাকে । এই দুর্ঘটনার জেরে প্রাণ যায় নির্যাতিতার 2 আত্মীয়ের । নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে আসা হয় নিগৃহীতাকে ।

2017 সালে তিনি যখন নাবালিকা ছিলেন, উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই যুবতি । কুলদীপ আপাতত জেলে । তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে BJP ৷ আজ শুনানির জন্য কুলদীপও হাসপাতালে পৌঁছেছেন ৷

দিল্লি, 11 সেপ্টেম্বর : উন্নাও নির্যাতিতার শারীরিক অবস্থা গুরুতর৷ এদিকে আদালতে মামলা চলছে ৷ গণধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর ভাই ৷ নিগৃহীতার বয়ান রেকর্ড করতে দিল্লির AIIMS হাসপাতালে এসেছেন বিচারক ৷ সেখানেই আজ এই মামলার শুনানি হচ্ছে ৷

হাসপাতালেই অস্থায়ী আদালত গড়ে তোলা হয়েছে আজ ৷ দিল্লি হাইকোর্টের নির্দেশে অত্যন্ত কড়া নির্দেশ জারি রয়েছে নির্যাতিতার শারীরিক অবস্থার দিকে নজর রাখা নিয়েও ৷ আদালত বলেই দিয়েছে, নির্যাতিতাকে যেন ট্রলি-স্ট্রেচারে নিয়ে আসা হয় ৷ তাঁর মুখ যেন থাকে বিচারকের দিকে ৷ তাঁর পাশে একজন নার্স থাকছেন ৷ নির্যাতিতার বয়ান রেকর্ড করছেন জেলা বিচারক ধর্মেশ শর্মা ৷

চলতি বছরের জুলাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে উন্নাওয়ের এই নির্যাতিতা । নিগৃহীতা, তাঁর পরিবার এবং তাঁদের আইনজীবী একটি গাড়ি করে রায়বরেলি আসার পথে দুর্ঘটনা ঘটে৷ একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে । ট্রাকটির নম্বর প্লেটে কালো রং করা ছিল, এতে বাড়ে সন্দেহ ৷ উদ্দেশ্যপ্রণোদিত বলা হয় দুর্ঘটনাকে । এই দুর্ঘটনার জেরে প্রাণ যায় নির্যাতিতার 2 আত্মীয়ের । নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় । পরে দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে আসা হয় নিগৃহীতাকে ।

2017 সালে তিনি যখন নাবালিকা ছিলেন, উত্তরপ্রদেশের উন্নাওয়ের বিধায়ক কুলদীপ সেঙ্গার তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই যুবতি । কুলদীপ আপাতত জেলে । তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে BJP ৷ আজ শুনানির জন্য কুলদীপও হাসপাতালে পৌঁছেছেন ৷

Mumbai, Sep 11 (ANI): Bollywood actress Kangana Ranaut offered prayers to Lord Ganesha at 'Andhericha Raja' in Mumbai on September 10. She also attended 'aarti' and 'pooja' in the temple. Kangana was seen wearing traditional Indian saree on the occasion. 'Andhericha Raja' is known as King of Andheri by the entire Mumbai. The 16-days set of the idol of was designed by Hollywood fashion designer Sai Suman to give it a glamorous touch.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.