ETV Bharat / bharat

আদালত দোষীদের অধিকারের কথা ভাবছে : নির্ভয়ার মা - দিল্লি ধর্ষণ কাণ্ড

পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশের পর ফের আশাহত নির্ভয়ার মা আশাদেবী । বিচার চলাকালীন বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি । তাঁর অভিযোগ, আদালত দোষীদের অধিকারের দিকটাই দেখছে ।

Nirbhaya
নির্ভয়ার মা
author img

By

Published : Dec 18, 2019, 7:13 PM IST

দিল্লি, 18 ডিসেম্বর : সাত বছরের লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে আজ খানিকটা স্বস্তি পেয়েছিলেন । তিনি যে খুশি সেকথাও জানিয়েছিলেন । কিন্তু পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশের পর ফের আশাহত নির্ভয়ার মা আশাদেবী । বিচার চলাকালীন বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি । তাঁর অভিযোগ, আদালত দোষীদের অধিকারের দিকটাই দেখছে ।

নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চার জনের মধ্যে অক্ষয় কুমার সিংহের প্রাণভিক্ষার আর্জি আজ খারিজ করে সুপ্রিম কোর্ট । আদালত জানায়, মূল বিচারের মধ্যে কোথাও ভুল নেই । তাই পুনর্বিবেচনার দরকার নেই । সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর নির্ভয়ার মা আশাদেবী বলেন, "আমি খুশি ।"

আশাদেবীর এই খুশি বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি । সুপ্রিম কোর্ট অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছে ঠিকই , কিন্তু বাধ সাধে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আজ সেখানেও এই একই মামলার শুনানি ছিল । সেই শুনানি 7 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয় । পাশাপাশি বিচারকের নির্দেশ, দোষীরা যাতে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারে সেজন্য তিহার জেল কর্তৃপক্ষকে নতুন করে নোটিস দিতে হবে । প্রাণভিক্ষার আর্জি জানানোর এই সময়সীমা দেওয়া হয়েছে এক সপ্তাহ ৷

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পরই বিচারকের সামনে কেঁদে ফেলেন নির্ভয়ার মা । তাঁকে সান্ত্বনা দিয়ে বিচারক বলেন, "আপনার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে । আমরা জানি, একজনের মৃত্যু হয়েছে । কিন্তু দোষীদেরও অধিকার রয়েছে । আমরা আপনার কথা শোনার জন্য এখানে রয়েছি । কিন্তু আমাদের হাত আইন বেঁধে রেখেছে ।"

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পর ভেঙে পড়েন নির্ভয়ার মা । আদালত থেকে বেরিয়ে বলেন, "আদালত শুধু ওদের (দোষীদের) অধিকারের কথা ভাবছে । আমাদের নয় । পরবর্তী শুনানিতেও যে রায় দেওয়া হবে তার কোনও নিশ্চয়তা নেই ।" নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহের বক্তব্য, "সুপ্রিম কোর্ট প্রাণভিক্ষার আর্জি (দোষী অক্ষয়কুমার সিংহ) খারিজ করেছে । কিন্তু আমরা এখনও পুরোপুরি সন্তুষ্ট নই । যতক্ষণ না পাতিয়ালা হাউজ় কোর্ট মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করছে ততক্ষণ আমরা সন্তুষ্ট হব না ।"

দিল্লি, 18 ডিসেম্বর : সাত বছরের লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে আজ খানিকটা স্বস্তি পেয়েছিলেন । তিনি যে খুশি সেকথাও জানিয়েছিলেন । কিন্তু পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশের পর ফের আশাহত নির্ভয়ার মা আশাদেবী । বিচার চলাকালীন বিচারকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি । তাঁর অভিযোগ, আদালত দোষীদের অধিকারের দিকটাই দেখছে ।

নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত চার জনের মধ্যে অক্ষয় কুমার সিংহের প্রাণভিক্ষার আর্জি আজ খারিজ করে সুপ্রিম কোর্ট । আদালত জানায়, মূল বিচারের মধ্যে কোথাও ভুল নেই । তাই পুনর্বিবেচনার দরকার নেই । সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর নির্ভয়ার মা আশাদেবী বলেন, "আমি খুশি ।"

আশাদেবীর এই খুশি বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি । সুপ্রিম কোর্ট অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছে ঠিকই , কিন্তু বাধ সাধে দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । আজ সেখানেও এই একই মামলার শুনানি ছিল । সেই শুনানি 7 জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয় । পাশাপাশি বিচারকের নির্দেশ, দোষীরা যাতে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারে সেজন্য তিহার জেল কর্তৃপক্ষকে নতুন করে নোটিস দিতে হবে । প্রাণভিক্ষার আর্জি জানানোর এই সময়সীমা দেওয়া হয়েছে এক সপ্তাহ ৷

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পরই বিচারকের সামনে কেঁদে ফেলেন নির্ভয়ার মা । তাঁকে সান্ত্বনা দিয়ে বিচারক বলেন, "আপনার প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে । আমরা জানি, একজনের মৃত্যু হয়েছে । কিন্তু দোষীদেরও অধিকার রয়েছে । আমরা আপনার কথা শোনার জন্য এখানে রয়েছি । কিন্তু আমাদের হাত আইন বেঁধে রেখেছে ।"

পাতিয়ালা হাউজ় কোর্টের এই নির্দেশের পর ভেঙে পড়েন নির্ভয়ার মা । আদালত থেকে বেরিয়ে বলেন, "আদালত শুধু ওদের (দোষীদের) অধিকারের কথা ভাবছে । আমাদের নয় । পরবর্তী শুনানিতেও যে রায় দেওয়া হবে তার কোনও নিশ্চয়তা নেই ।" নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহের বক্তব্য, "সুপ্রিম কোর্ট প্রাণভিক্ষার আর্জি (দোষী অক্ষয়কুমার সিংহ) খারিজ করেছে । কিন্তু আমরা এখনও পুরোপুরি সন্তুষ্ট নই । যতক্ষণ না পাতিয়ালা হাউজ় কোর্ট মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করছে ততক্ষণ আমরা সন্তুষ্ট হব না ।"

New Delhi, Dec 18 (ANI): Chief Minister Arvind Kejriwal reacted on recent Jamia incident and allegations levelled by opposition leaders on him of inciting violence. "Opposition inciting violence in parts of Delhi," said CM Kejriwal. In a media brief, he said, "An attempt is being made to drag AAP's name in the recent incidents. Why will AAP do this? How will we be benefit? We all should maintain peace. Only those who fear defeat in the upcoming elections are inciting riots."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.