ETV Bharat / bharat

হরিয়ানায় শিশুকন্যা-সহ দম্পতির রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ - 18 month old daughter found dead in haryanas

বিছানা থেকে উদ্ধার হয় ওই যুবতি ও 18 মাসের ওই শিশুকন্যার দেহ। অপরদিকে, স্টোররুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুনীল কুমারের।

haryana
haryana
author img

By

Published : Nov 13, 2020, 9:19 PM IST

চণ্ডীগড়, 13 নভেম্বর : 18 মাসের শিশুকন্যা-সহ একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। হরিয়ানার ফতেয়াবাদ জেলার তোহানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই দম্পতি তাঁদের শিশুকন্যাকে নিয়ে তোহানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ওই বাড়ি থেকেই তিনজনের দেহ উদ্ধার হয়। খুন না আত্মহত্যা! তদন্তকারীদের অনুমান শিশুকন্যা ও নিজের স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে ওই যুবক। গতকাল রাতেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

তোহানা পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান, গতকাল রাতে ঘটনাটি পুলিশ জানতে পারে। ওই ভাড়া বাড়ির বিছানা থেকে যুবতি এবং শিশুকন্যার দেহটি উদ্ধার হয়। মৃত যুবতির নাম মঞ্জু দেবী(32)। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। অপর দিকে, স্টোররুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুনীল কুমার(35) নামে ওই যুবকের।

তদন্তকারী এক আধিকারিক জানান, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চণ্ডীগড়, 13 নভেম্বর : 18 মাসের শিশুকন্যা-সহ একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। হরিয়ানার ফতেয়াবাদ জেলার তোহানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই দম্পতি তাঁদের শিশুকন্যাকে নিয়ে তোহানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ওই বাড়ি থেকেই তিনজনের দেহ উদ্ধার হয়। খুন না আত্মহত্যা! তদন্তকারীদের অনুমান শিশুকন্যা ও নিজের স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে ওই যুবক। গতকাল রাতেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

তোহানা পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান, গতকাল রাতে ঘটনাটি পুলিশ জানতে পারে। ওই ভাড়া বাড়ির বিছানা থেকে যুবতি এবং শিশুকন্যার দেহটি উদ্ধার হয়। মৃত যুবতির নাম মঞ্জু দেবী(32)। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। অপর দিকে, স্টোররুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুনীল কুমার(35) নামে ওই যুবকের।

তদন্তকারী এক আধিকারিক জানান, আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.