দিল্লি, 20 সেপ্টেম্বর : অর্থনীতিতে চাঙ্গা করতে ফের পদক্ষেপ করল কেন্দ্র । দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির জন্য অর্ডিন্যান্স জারি করে কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এরপরই 2,100 পয়েন্ট বাড়ে সেনসেক্স ৷ নিফটিও ছাড়িয়ে যায় 11 হাজার 250-এর মাত্রা ৷
গোয়াতে আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, দেশীয় ও নতুন উৎপাদনকারী সংস্থাগুলির ক্ষেত্রে কর্পোরেট কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট ও 2019 সালের ফিনান্স অ্যাক্ট সংশোধন করতে একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে ৷ অর্থমন্ত্রী বলেন, "বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে ইনকাম ট্যাক্স আইনে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে যে কোনও দেশীয় সংস্থা 22 শতাংশ হারে (30 শতাংশ থেকে কমে) আয়কর দিতে পারে ৷ তবে সেই সংস্থাগুলি কোনও ইনসেনটিভ বা কোনও ছাড় পায় না সেই শর্তেই (এই কর ছাড় প্রয়োজ্য হবে) ৷ সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর মিনিমাম অলটারনেট ট্যাক্স (MAT) চাপানো হবে না ৷ সমস্ত সারচার্জ ও সেস সহ তাদের 25.19 শতাংশ হারে কর দিতে হবে ৷ " চলতি অর্থবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে ৷ তবে এই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে বাড়তি 145 লাখ কোটি টাকার বোঝা চাপবে বলে জানান অর্থমন্ত্রী ৷
চলতি বছরের 1 অক্টোবরের তৈরি হওয়া উৎপাদনকারী সংস্থাগুলির ক্ষেত্রে আয়করের মাত্রা 25 শতাংশ থেকে কমিয়ে 15 শতাংশ করা হয়েছে ৷ তবে 2023 সালের 31 মার্চের মধ্যে উৎপাদন শুরু করলে তবেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানান অর্থমন্ত্রী ৷ আর সমস্ত সারচার্জ ও সেস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বর্তমানে 29.1 শতাংশের পরিবর্তে 17.01 শতাংশ কর দিতে হবে ৷ অর্থমন্ত্রী দাবি করেন, এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের আয়করের হার অন্যতম কম হবে ৷
অর্থমন্ত্রীর এই ঘোষণার পরই চাঙ্গা হয় শেয়ার বাজার ৷ 1276.26 পয়েন্ট বাড়ে সেনসেক্স ৷ নিফটিও ছাড়িয়ে যায় 11 হাজার 250-এর মাত্রা ৷