ETV Bharat / bharat

কোচিতে বিমানে উঠে পড়ল কোরোনা সংক্রমিত ব্যক্তি - Emirates

এমিরেটস উড়ান সংস্থার একটি বিমানে উঠে পড়ল কোরোনা সংক্রমিত এক ব্যক্তি ৷

Coronavirus
ছবি
author img

By

Published : Mar 15, 2020, 2:54 PM IST

কোচি, 15 মার্চ : কোচি থেকে দুবাইগামী বিমানে উঠে পড়ল কোরোনা সংক্রমিত এক ব্যক্তি ৷ সংক্রমিত হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি 270 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

জানা গেছে, ব্রিটেনের ওই ব্যক্তিসহ 18 জন বিদেশি পর্যটকের একটি দল মুন্নারে ঘুরতে গেছিল ৷ সেখানেই এক রিসর্টে ওই ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ সংশ্লিষ্ট কোনও আধিকারিককে কিছু না জানিয়েই হোটেল থেকে বেরিয়ে আসেন তিনি ৷ এরপর তাঁর সোয়াবের রিপোর্ট সামনে আসে ৷ তাতে বলা হয়, ওই ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাস রয়েছে ৷

ওই পর্যটকের শরীরে কোরোনা সংক্রমণের কথা জানা মাত্রই তড়িঘড়ি খালি করা হয় বিমানটি ৷ এমিরেটস উড়ান সংস্থার ওই বিমানটিতে সেই সময়ে 270 জন যাত্রী ছিলেন ৷ যাত্রীদের স্ক্রিনিং ও স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে ৷ কোচি বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, প্রথমে স্থির করা হয়েছিল যে 19 জন বিদেশি পর্যটক রয়েছেন, তাঁদেরই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে ৷ যদিও পরে স্থির করা হয় বাকি যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে ৷

কেরালায় এখনও পর্যন্ত 22 জনের শরীরে এই ভাইরাস সন্ধান পাওয়া যায়। এঁদের মধ্যে প্রথম তিনজন আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৷

কোচি, 15 মার্চ : কোচি থেকে দুবাইগামী বিমানে উঠে পড়ল কোরোনা সংক্রমিত এক ব্যক্তি ৷ সংক্রমিত হওয়ার আশঙ্কায় তড়িঘড়ি 270 জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

জানা গেছে, ব্রিটেনের ওই ব্যক্তিসহ 18 জন বিদেশি পর্যটকের একটি দল মুন্নারে ঘুরতে গেছিল ৷ সেখানেই এক রিসর্টে ওই ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ সংশ্লিষ্ট কোনও আধিকারিককে কিছু না জানিয়েই হোটেল থেকে বেরিয়ে আসেন তিনি ৷ এরপর তাঁর সোয়াবের রিপোর্ট সামনে আসে ৷ তাতে বলা হয়, ওই ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাস রয়েছে ৷

ওই পর্যটকের শরীরে কোরোনা সংক্রমণের কথা জানা মাত্রই তড়িঘড়ি খালি করা হয় বিমানটি ৷ এমিরেটস উড়ান সংস্থার ওই বিমানটিতে সেই সময়ে 270 জন যাত্রী ছিলেন ৷ যাত্রীদের স্ক্রিনিং ও স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে ৷ কোচি বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, প্রথমে স্থির করা হয়েছিল যে 19 জন বিদেশি পর্যটক রয়েছেন, তাঁদেরই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে ৷ যদিও পরে স্থির করা হয় বাকি যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে ৷

কেরালায় এখনও পর্যন্ত 22 জনের শরীরে এই ভাইরাস সন্ধান পাওয়া যায়। এঁদের মধ্যে প্রথম তিনজন আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.