ETV Bharat / bharat

শুধু মুম্বইয়েই কোরোনায় আক্রান্ত 3090 - maharashtra news

সারা দেশে কোনও একটি শহর তো বটেই কোনও একটি রাজ্যের আক্রান্তের নিরিখেও এই সংখ্যা অনেকটা বেশি । গড়ে রোজ নতুন করে আক্রান্তের সংখ্য়া 300 থেকে 400 ।

corona
কোরোনা
author img

By

Published : Apr 21, 2020, 1:36 PM IST

মুম্বই, 21 এপ্রিল : কোরোনায় দেশের সবথেকে বেশি আক্রান্ত শহর মুম্বই । প্রতিদিনই এখানে প্রায় 300 থেকে 400 করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা । সবমিলিয়ে এপর্যন্ত মুম্বইতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার । সারা দেশে কোনও একটি শহর তো বটেই, কোনও একটি রাজ্যের আক্রান্তের নিরিখেও এই সংখ্যা অনেকটা বেশি । গতকাল এখানে নতুন করে মৃত্যু হয়েছে 7 জনের ।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির (BMC) রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা 3090 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 155 জন । মৃত্যু হয়েছে 7 জনের । মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 138 -এ । দেশের সবচেয়ে বড় বাণিজ্য নগরীতে গত চারদিনে আক্রান্তের সংখ্যাটা হাজারেরও বেশি । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । রেড জ়োনে চলছে নজরদারি । পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের একাধিক এলাকা । যদিও রিপোর্ট বলছে, আক্রান্তের পাশাপাশি সুস্থর সংখ্যাও বেড়েছে । সম্প্রতি 84 জন রোগী সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । মুম্বইয়ে এই সংখ্যাটা এখন 394 ।

গতকাল সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে গিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির তরফে জানানো হয়, "সাতজনের মধ্যে ছ'জনই আগে থেকে অন্য কোনও রোগে আক্রান্ত ছিলেন । আর একজনের বয়স অনেকটাই বেশি ছিল ।" এর পাশাপাশি নতুন করে আক্রান্তের বিষয়ে তারা জানায়, "যাঁরা নতুন করে আক্রান্ত হয়েছেন তাঁরা সকলেই আইসোলেশনে আছেন এবং সকলেরই চিকিৎসা চলছে । "

BMC-র তরফে আরও জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় কস্তুরবা হাসপাতাল রোগীদের প্লাজ়মা থেরাপির জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর কাছে আবেদন জানানো হয়েছে । প্লাজ়মা দান করতে পারে এমন কিছু মানুষ (যাঁরা কোরোনা থেকে সুস্থ হয়েছেন )- এর একটা তালিকাও করে ফেলা হয়েছে । অনুমতি পেলেই BMC পরিচালিত নায়ের হাসপাতালে এই কাজ শুরু হবে ।

শুধু মুম্বই নয়, মহারাষ্ট্রও দেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য । মুম্বইয়ের 3090 জন আক্রান্ত মিলিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা 4666 । এপর্যন্ত মৃত্যু হয়েছে 232 জনের । সুস্থ হয়েছে 573 জন ।

মুম্বই, 21 এপ্রিল : কোরোনায় দেশের সবথেকে বেশি আক্রান্ত শহর মুম্বই । প্রতিদিনই এখানে প্রায় 300 থেকে 400 করে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা । সবমিলিয়ে এপর্যন্ত মুম্বইতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার । সারা দেশে কোনও একটি শহর তো বটেই, কোনও একটি রাজ্যের আক্রান্তের নিরিখেও এই সংখ্যা অনেকটা বেশি । গতকাল এখানে নতুন করে মৃত্যু হয়েছে 7 জনের ।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির (BMC) রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র মুম্বইতেই আক্রান্তের সংখ্যা 3090 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 155 জন । মৃত্যু হয়েছে 7 জনের । মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 138 -এ । দেশের সবচেয়ে বড় বাণিজ্য নগরীতে গত চারদিনে আক্রান্তের সংখ্যাটা হাজারেরও বেশি । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । রেড জ়োনে চলছে নজরদারি । পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইয়ের একাধিক এলাকা । যদিও রিপোর্ট বলছে, আক্রান্তের পাশাপাশি সুস্থর সংখ্যাও বেড়েছে । সম্প্রতি 84 জন রোগী সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে । মুম্বইয়ে এই সংখ্যাটা এখন 394 ।

গতকাল সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে গিয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির তরফে জানানো হয়, "সাতজনের মধ্যে ছ'জনই আগে থেকে অন্য কোনও রোগে আক্রান্ত ছিলেন । আর একজনের বয়স অনেকটাই বেশি ছিল ।" এর পাশাপাশি নতুন করে আক্রান্তের বিষয়ে তারা জানায়, "যাঁরা নতুন করে আক্রান্ত হয়েছেন তাঁরা সকলেই আইসোলেশনে আছেন এবং সকলেরই চিকিৎসা চলছে । "

BMC-র তরফে আরও জানানো হয়েছে, কোরোনা মোকাবিলায় কস্তুরবা হাসপাতাল রোগীদের প্লাজ়মা থেরাপির জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর কাছে আবেদন জানানো হয়েছে । প্লাজ়মা দান করতে পারে এমন কিছু মানুষ (যাঁরা কোরোনা থেকে সুস্থ হয়েছেন )- এর একটা তালিকাও করে ফেলা হয়েছে । অনুমতি পেলেই BMC পরিচালিত নায়ের হাসপাতালে এই কাজ শুরু হবে ।

শুধু মুম্বই নয়, মহারাষ্ট্রও দেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য । মুম্বইয়ের 3090 জন আক্রান্ত মিলিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা 4666 । এপর্যন্ত মৃত্যু হয়েছে 232 জনের । সুস্থ হয়েছে 573 জন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.