ETV Bharat / bharat

দেশে কোরোনায় আক্রান্ত বেড়ে 47 - Corona virus scare

সন্ধ্যায় এক বেঙ্গালুরুবাসীর শরীরে COVID-19-এর সন্ধান মিলল । এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 47 ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 9, 2020, 7:52 PM IST

Updated : Mar 9, 2020, 11:42 PM IST

দিল্লি, 9 মার্চ : ক্রমেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজই দেশে মোট 4 জনের কোরোনা ভাইরাস পজ়িটিভ পাওয়া গেছে। পুনের দু'জনের দেহে, কেরালার তিন বছরের এক শিশুর শরীরে ও বেঙ্গালুরুর একজনের দেহে COVID-19 পাওয়া গেছে । এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ।

পুনের যে দু'জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে তার মধ্যে দু'জন দুবাই থেকে সবে দেশে ফেরেন বলে জানা গেছে ।

কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, বেঙ্গালুরুর এই বাসিন্দা সদ্য অ্যামেরিকা থেকে এসেছিলেন । বর্তমানে পৃথকভাবে তাঁর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । আজ সকালে যে শিশুর শরীরে কোরোনা সংক্রমণ দেখা গেছে, সে 7 মার্চ মা-বাবার সঙ্গে ইট্যালি থেকে ফিরেছিল । তাকে এরনাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ তার মা-বাবাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে বেঙ্গালুরু ও লাদাখে 31 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 47-এ ৷ লাদাখে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, কয়েকদিন আগে তিনি ইরান থেকে ফিরেছিলেন । কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । তিনি ইরান থেকে ফিরেছিলেন । কেরালাতে একই পরিবারের পাঁচজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সম্প্রতি তাঁরা ইট্যালি থেকে ফিরেছেন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অরুণাচল প্রদেশ সরকার ৷ বিমানবন্দরগুলিতে চলছে থার্মাল স্ক্রিনিং। আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, এপর্যন্ত 30 টি বিমানবন্দরে স্ক্রিনিং চলছে । মোট 8,74,708 জনের স্ক্রিনিং করানো হয়েছে ।

দিল্লি, 9 মার্চ : ক্রমেই দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজই দেশে মোট 4 জনের কোরোনা ভাইরাস পজ়িটিভ পাওয়া গেছে। পুনের দু'জনের দেহে, কেরালার তিন বছরের এক শিশুর শরীরে ও বেঙ্গালুরুর একজনের দেহে COVID-19 পাওয়া গেছে । এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 ।

পুনের যে দু'জনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে তার মধ্যে দু'জন দুবাই থেকে সবে দেশে ফেরেন বলে জানা গেছে ।

কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, বেঙ্গালুরুর এই বাসিন্দা সদ্য অ্যামেরিকা থেকে এসেছিলেন । বর্তমানে পৃথকভাবে তাঁর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । আজ সকালে যে শিশুর শরীরে কোরোনা সংক্রমণ দেখা গেছে, সে 7 মার্চ মা-বাবার সঙ্গে ইট্যালি থেকে ফিরেছিল । তাকে এরনাকুলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ৷ তার মা-বাবাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷

কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে বেঙ্গালুরু ও লাদাখে 31 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে ৷ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 47-এ ৷ লাদাখে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, কয়েকদিন আগে তিনি ইরান থেকে ফিরেছিলেন । কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । তিনি ইরান থেকে ফিরেছিলেন । কেরালাতে একই পরিবারের পাঁচজন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সম্প্রতি তাঁরা ইট্যালি থেকে ফিরেছেন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অরুণাচল প্রদেশ সরকার ৷ বিমানবন্দরগুলিতে চলছে থার্মাল স্ক্রিনিং। আজ স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, এপর্যন্ত 30 টি বিমানবন্দরে স্ক্রিনিং চলছে । মোট 8,74,708 জনের স্ক্রিনিং করানো হয়েছে ।

Last Updated : Mar 9, 2020, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.