জয়পুর, 9 জুন : পরিবারে 26 জন কোরোনা আক্রান্ত । তিনি নিজেও কোরোনা পজ়িটিভ । পরিবারের অন্যদের সঙ্গে তাঁকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছিল । কিন্তু এর মাঝেই প্রশাসনের নজর এড়িয়ে জয়পুর থেকে কলকাতা পালিয়ে গেলেন মহিলা । পরে অবশ্য কলকাতা ও জয়পুরের প্রশাসনের উদ্যোগে ওই মহিলাকে খুঁজে পাওয়া গেছে । বর্তমানে তিনি কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন । ইতিমধ্য়েই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বিষয়টি নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
জয়পুরের সুভাষচকে বাড়ি মহিলার । জয়পুর জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানা গেছে, গতকাল রাতে এই মহিলার পরিবারে একসঙ্গে 26 জন কোরোনা আক্রান্ত । মহিলার রিপোর্টও কোরোনা পজ়িটিভ । রবিবার ওই মহিলা ট্রেনে করে কলকাতা পৌঁছান । এর মাঝেই পুরো ঘটনার কথা জানতে পারে জেলা প্রশাসন । তড়িঘড়ি কলকাতা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় । পরে স্টেশন চত্বরে তল্লাশি চালিয়ে তাঁকে খুঁজে পাওয়া যায় । বর্তমানে তাঁকে একটি কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । ট্রেনে কলকাতা যাওয়ার পথে তিনি আর কার কার সংস্পর্শে এসেছেন, সে বিষয়ে খোঁজ চলছে ।
এ বিষয়ে, জয়পুরের CMOH নরোত্তম শর্মা জানিয়েছেন, 5 জুন এই পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয় । গতকাল জানা যায়, পরিবারের সকলে কোরোনা পজ়িটিভ । এই পরিবারের লোকজন যাঁদের কাছ থেকে সবজি কিনেছেন তাঁরাও কোরোনা পজ়িটিভ । কিন্তু মহিলা কীভাবে গেলেন, কোন ট্রেন ধরেছিলেন সে নিয়ে তদন্ত চলছে । পাশপাশি স্থানীয় স্বাস্থ্য প্রশাসন কী করছিল, তারা কেন পুরো বিষয়ে নজর দেননি, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ।