ETV Bharat / bharat

কোরোনা আতঙ্কে বন্ধ করা হল মায়ানমার সীমান্ত - WHO

দিন দিন বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ চিন্তায় WHO ৷ বাড়তে থাকা কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে বন্ধ করা হল মণিপুর সংলগ্ন মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত ৷

Corona
ছবি
author img

By

Published : Mar 10, 2020, 7:56 AM IST

Updated : Mar 10, 2020, 8:19 AM IST

দিল্লি ও জেনেভা, 10 মার্চ : চিনের বাইরে নতুন করে কোরোনোয় সংক্রমিত হয়েছে 3,940 জন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তরফে জারি করা এক রিপোর্টে এই ঘোষণা করা হয়েছে ৷ এই নিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা 28,600 ছাড়িয়েছে ৷ এদিকে বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করল ভারত ৷

বিশ্বজুড়ে যে গতিতে কোরোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ প্রকাশ করা ওই রিপোর্টে বলা হয়েছে চিনের বাইরে মোট 104 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে চিনের বাইরে মোট 28 হাজার 673 জনের সংক্রমিত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে ৷ নতুন করে 202 জনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ৷ এই নিয়ে চিনের বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 686 ৷

এদিকে চিনে নতুন করে 17 জনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ৷ এই নিয়ে চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3,136 ৷ সংক্রমিতের সংখ্যা 80 হাজার ছাড়িয়েছে ৷ তবে এদের মধ্যে 59 হাজার মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে ৷

দেশে দিন দিন বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷ সমস্ত বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ কোরোনা প্রতিরোধের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, "পরবর্তী নির্দেশিকা না প্রকাশ হওয়া পর্যন্ত গেট নম্বর 1 ও 2-সহ মায়ানমারের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে৷"

দিল্লি ও জেনেভা, 10 মার্চ : চিনের বাইরে নতুন করে কোরোনোয় সংক্রমিত হয়েছে 3,940 জন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তরফে জারি করা এক রিপোর্টে এই ঘোষণা করা হয়েছে ৷ এই নিয়ে গোটা বিশ্বে এখনও পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা 28,600 ছাড়িয়েছে ৷ এদিকে বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করল ভারত ৷

বিশ্বজুড়ে যে গতিতে কোরোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷ প্রকাশ করা ওই রিপোর্টে বলা হয়েছে চিনের বাইরে মোট 104 টি দেশে ছড়িয়েছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে চিনের বাইরে মোট 28 হাজার 673 জনের সংক্রমিত হওয়ার খবর নথিভুক্ত হয়েছে ৷ নতুন করে 202 জনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ৷ এই নিয়ে চিনের বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 686 ৷

এদিকে চিনে নতুন করে 17 জনের মৃত্যু হয়েছে কোরোনার সংক্রমণে ৷ এই নিয়ে চিনে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3,136 ৷ সংক্রমিতের সংখ্যা 80 হাজার ছাড়িয়েছে ৷ তবে এদের মধ্যে 59 হাজার মানুষকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে ৷

দেশে দিন দিন বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷ সমস্ত বিমানবন্দরগুলিতে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ কোরোনা প্রতিরোধের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ৷ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, "পরবর্তী নির্দেশিকা না প্রকাশ হওয়া পর্যন্ত গেট নম্বর 1 ও 2-সহ মায়ানমারের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে৷"

Last Updated : Mar 10, 2020, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.