ETV Bharat / bharat

বাড়ছে আতঙ্ক, মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে কোরোনা ইশু

গতমাসে কেরালায় তিনজন আক্রান্ত হয়েছিল ৷ সম্প্রতি হায়দরাবাদ, নয়ডা ও রাজস্থান থেকে আরও চারজনের শরীরে সংক্রমণের হদিশ মেলে ৷

Coronavirus
ছবি
author img

By

Published : Mar 4, 2020, 9:49 AM IST

দিল্লি, 4 মার্চ : বিশ্বজুড়ে বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ আতঙ্ক ছড়িয়েছে ভারতেও ৷ এখনও পর্যন্ত সাত জন আক্রান্তের হদিশ মিলেছে দেশে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে বাড়তে থাকা কোরোনার আতঙ্ক প্রসঙ্গে আলোচনা হতে পারে ৷

এদিকে কোরোনার সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷ নয়ডায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ার অভিভাবকের দেহে কোরোনার সংক্রমণের হদিশ মিলেছে ৷ সেই স্কুলকে আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে স্কুলের যাবতীয় পরীক্ষাও ৷ হায়দরাবাদের যে এলাকায় কোরোনোর সংক্রমণ মিলেছে, সেই এলাকায় জীবাণুনাশক স্প্রে করছে হায়দরাবাদ পৌরনিগম ৷

হিমাচলপ্রদেশে গতকাল এক ব্যক্তিকে কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তিনি বিলাসপুরের বাসিন্দা ৷ কোরোনার সংক্রমণ রুখতে তৎপর বিমানবন্দরগুলিও ৷ ইম্ফল ও গুয়াহাটি বিমানবন্দর থেকে বিদেশে যাতায়াতের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র একটি উড়ান সংস্থার বিমানই সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভুটানের মধ্যে যাতায়াত করছে ৷ বিমানবন্দরে অবতরণ করা যাত্রীদের পরীক্ষা করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখা হয়েছে ৷ কোনও যাত্রী কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হলে তাঁকে সঙ্গে সঙ্গে বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত উত্তর পূর্বের বিমানবন্দরগুলি থেকে কোনও সংক্রামিত ব্যক্তি নেই বলেই জানিয়ে রেখেছেন এয়ারপোর্ট অথরিটির উত্তর পূর্বের ডিরেক্টর সঞ্জীব জিন্দাল ৷

শুধু ভারতেই নয়, অ্যামেরিকাতেও দিন দিন বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ এখনও পর্যন্ত সেখানে 27 জন আক্রান্ত হয়েছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে ৷ কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে বিশ্ব ব্যাঙ্ক ভাইরাস আক্রান্ত দেশগুলিকে 1200 কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ৷

দিল্লি, 4 মার্চ : বিশ্বজুড়ে বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ আতঙ্ক ছড়িয়েছে ভারতেও ৷ এখনও পর্যন্ত সাত জন আক্রান্তের হদিশ মিলেছে দেশে ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে বাড়তে থাকা কোরোনার আতঙ্ক প্রসঙ্গে আলোচনা হতে পারে ৷

এদিকে কোরোনার সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ৷ নয়ডায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ার অভিভাবকের দেহে কোরোনার সংক্রমণের হদিশ মিলেছে ৷ সেই স্কুলকে আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ ৷ পিছিয়ে দেওয়া হয়েছে স্কুলের যাবতীয় পরীক্ষাও ৷ হায়দরাবাদের যে এলাকায় কোরোনোর সংক্রমণ মিলেছে, সেই এলাকায় জীবাণুনাশক স্প্রে করছে হায়দরাবাদ পৌরনিগম ৷

হিমাচলপ্রদেশে গতকাল এক ব্যক্তিকে কোরোনায় আক্রান্ত সন্দেহে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তিনি বিলাসপুরের বাসিন্দা ৷ কোরোনার সংক্রমণ রুখতে তৎপর বিমানবন্দরগুলিও ৷ ইম্ফল ও গুয়াহাটি বিমানবন্দর থেকে বিদেশে যাতায়াতের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে ৷ শুধুমাত্র একটি উড়ান সংস্থার বিমানই সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভুটানের মধ্যে যাতায়াত করছে ৷ বিমানবন্দরে অবতরণ করা যাত্রীদের পরীক্ষা করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী রাখা হয়েছে ৷ কোনও যাত্রী কোরোনায় আক্রান্ত বলে সন্দেহ করা হলে তাঁকে সঙ্গে সঙ্গে বিশেষ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত উত্তর পূর্বের বিমানবন্দরগুলি থেকে কোনও সংক্রামিত ব্যক্তি নেই বলেই জানিয়ে রেখেছেন এয়ারপোর্ট অথরিটির উত্তর পূর্বের ডিরেক্টর সঞ্জীব জিন্দাল ৷

শুধু ভারতেই নয়, অ্যামেরিকাতেও দিন দিন বাড়ছে কোরোনার আতঙ্ক ৷ এখনও পর্যন্ত সেখানে 27 জন আক্রান্ত হয়েছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে ৷ কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে বিশ্ব ব্যাঙ্ক ভাইরাস আক্রান্ত দেশগুলিকে 1200 কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.