ETV Bharat / bharat

চুরির অভিযোগে ধৃতের কোরোনা, কোয়ারান্টাইনে বিচারক সহ 10

চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল দুই ব্যক্তিকে ৷ কিন্তু, বিচার চলার সময় তাদের মধ্যে একজনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তাই বিচারক সহ 10 জনকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।

quarantined
quarantined
author img

By

Published : Apr 10, 2020, 6:18 PM IST

লুধিয়ানা, 10 এপ্রিল : কয়েকদিন আগের ঘটনা ৷ পঞ্জাবের লুধিয়ানার একটি এলাকায় দু'জনকে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেন সেখানকার বাসিন্দারা ৷ তারপর তাদের আদালতে তোলা হয় ৷ কিন্তু বিচারপর্ব চলাকালীন ওই দুই অভিযুক্তর কাশির উপসর্গ দেখা দেয় ৷ বিচারক অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন ৷ তখনই একজনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলে ৷ তবে স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন একজন পালিয়ে যায় ৷

এরপরই যে সব পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত করছিলেন, যাঁরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছিলেন, তাঁদের সকলকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে ওই বিচারপতিকেও হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

এই ঘটনার সঙ্গে যুক্ত দু'জন স্থানীয় বাসিন্দা যাঁরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাঁদেরও একই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷ সব মিলিয়ে মোট 10 জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ পালিয়ে যাওয়া অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

লুধিয়ানা, 10 এপ্রিল : কয়েকদিন আগের ঘটনা ৷ পঞ্জাবের লুধিয়ানার একটি এলাকায় দু'জনকে চুরির অভিযোগে পুলিশের হাতে তুলে দেন সেখানকার বাসিন্দারা ৷ তারপর তাদের আদালতে তোলা হয় ৷ কিন্তু বিচারপর্ব চলাকালীন ওই দুই অভিযুক্তর কাশির উপসর্গ দেখা দেয় ৷ বিচারক অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন ৷ তখনই একজনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলে ৷ তবে স্বাস্থ্য পরীক্ষা চলাকালীন একজন পালিয়ে যায় ৷

এরপরই যে সব পুলিশকর্মীরা এই ঘটনার তদন্ত করছিলেন, যাঁরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছিলেন, তাঁদের সকলকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে ওই বিচারপতিকেও হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

এই ঘটনার সঙ্গে যুক্ত দু'জন স্থানীয় বাসিন্দা যাঁরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাঁদেরও একই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷ সব মিলিয়ে মোট 10 জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ পালিয়ে যাওয়া অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.