ETV Bharat / bharat

বাঘশূন্য বক্সা, দেশে সর্বাধিক বাঘ রয়েছে জিম করবেট রিজ়ার্ভ ফরেস্টে

author img

By

Published : Jul 29, 2020, 5:48 PM IST

2018 সালের ব্যাঘ্রসুমারির 600 পাতার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওরেকড় ৷ সেখানে রিজ়ার্ভ ফরেস্ট ও রাজ্য অনুযায়ী বাঘের সংখ্যা প্রকাশ করা হয় ৷

image
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস

দিল্লি, 29 জুলাই : ভারতের সর্বোচ্চ সংখ্যক বাঘ আছে জিম করবেট টাইগার রিজ়ার্ভ ফরেস্ট উত্তরাখণ্ডে ৷ তবে মিজোরাম, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের তিনটি রিজ়ার্ভ ফরেস্ট বাঘশূন্য ৷ 2018 সালের ব্যাঘ্রসুমারির রিপোর্ট মঙ্গলবার প্রকাশ করল পরিবেশ মন্ত্রক ৷ সেখানেই এই তথ্য উঠে এসেছে ৷

29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে 2018 সালের ব্যাঘ্রসুমারির 600 পাতার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওরেকড় ৷ সেখানে রিজ়ার্ভ ফরেস্ট ও রাজ্য অনুযায়ী বাঘের সংখ্যা প্রকাশ করা হয় ৷ রিপোর্ট অনুযায়ী ভারতের 50টি বাঘ রিজ়ার্ভ ফরেস্টের মধ্যে মিজোরামের ডাম্পা, পশ্চিমবঙ্গের বক্সা ও ঝাড়খণ্ডের পালামৌতে বর্তমানে কোনও বাঘ নেই ৷

রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট বাঘের 65 শতাংশই রিজ়ার্ভ ফরেস্টে আছে ৷ সংখ্যাটি 1 হাজার 923 ৷ 2018-19 ব্যাঘ্রসুমারির রিপোর্ট অনুযায়ী জিম করবেট রিজার্ভ ফরেস্টে দক্ষিনারায়ের সংখ্যা সর্বাধিক ৷ সংখ্যাটি 231 ৷ তারপরেই আছে কর্নাটকের নাগারহোল এবং বান্দিপোরে রিজার্ভ ফরেস্ট ৷ এই দুই ফরেস্টে বাঘের সংখ্যা যথাক্রমে 127 এবং 126টি ৷

অসমের কাজিরাঙা এবং মধ্যপ্রদেশের বান্ধবগড়ে আছে 104টি করে বাঘ ৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘যে জায়গাগুলিতে বাঘের সংখ্যা রেকর্ড করা হয়নি বা সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে বাঘেদের সুরক্ষা ও খাবার বৃদ্ধি করতে হবে ৷ বাঘেদের প্রত্যাবর্তনের প্রচেষ্টা করতে হবে ৷ পালামৌতে বাঘের প্রত্যাবর্তন করতে হলে শিকার বৃদ্ধির সঙ্গে আইন শৃঙ্খলাও বজায় রাখতে হবে ৷ পালামৌ ও শিমিলিপালে বাঘ পুনর্বাসনের জন্য একই জিনগত ক্লাস্টারের নিকটতম উৎসথেকে বাঘ আনতে হবে ৷ বক্সা ও ডাম্পাতে সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে কাজিরাঙ্গা থেকে বাঘ এনে ৷ তবে তার আগে এই দুই জায়গায় শিকারের সংখ্যাও বৃদ্ধি করতে হবে ৷ ’’

রিপোর্ট অনুযায়ী, রাজ্যভিত্তিক বাঘের সংখ্যাতে সর্বাধিক 526টি বাঘ আছে মধ্যপ্রদেশে ৷ কারপরেই 524টি আছে কর্নাটক ও 442টি আছে উত্তরাখণ্ডে ৷ গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার বছরের সুমারির রিপোর্ট প্রকাশ করেন ৷ 2014 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1 হাজার 400 ৷ 2019 সালে তা বেড়ে হয়েছে 2 হাজার 967 ৷

দিল্লি, 29 জুলাই : ভারতের সর্বোচ্চ সংখ্যক বাঘ আছে জিম করবেট টাইগার রিজ়ার্ভ ফরেস্ট উত্তরাখণ্ডে ৷ তবে মিজোরাম, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের তিনটি রিজ়ার্ভ ফরেস্ট বাঘশূন্য ৷ 2018 সালের ব্যাঘ্রসুমারির রিপোর্ট মঙ্গলবার প্রকাশ করল পরিবেশ মন্ত্রক ৷ সেখানেই এই তথ্য উঠে এসেছে ৷

29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে 2018 সালের ব্যাঘ্রসুমারির 600 পাতার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাওরেকড় ৷ সেখানে রিজ়ার্ভ ফরেস্ট ও রাজ্য অনুযায়ী বাঘের সংখ্যা প্রকাশ করা হয় ৷ রিপোর্ট অনুযায়ী ভারতের 50টি বাঘ রিজ়ার্ভ ফরেস্টের মধ্যে মিজোরামের ডাম্পা, পশ্চিমবঙ্গের বক্সা ও ঝাড়খণ্ডের পালামৌতে বর্তমানে কোনও বাঘ নেই ৷

রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট বাঘের 65 শতাংশই রিজ়ার্ভ ফরেস্টে আছে ৷ সংখ্যাটি 1 হাজার 923 ৷ 2018-19 ব্যাঘ্রসুমারির রিপোর্ট অনুযায়ী জিম করবেট রিজার্ভ ফরেস্টে দক্ষিনারায়ের সংখ্যা সর্বাধিক ৷ সংখ্যাটি 231 ৷ তারপরেই আছে কর্নাটকের নাগারহোল এবং বান্দিপোরে রিজার্ভ ফরেস্ট ৷ এই দুই ফরেস্টে বাঘের সংখ্যা যথাক্রমে 127 এবং 126টি ৷

অসমের কাজিরাঙা এবং মধ্যপ্রদেশের বান্ধবগড়ে আছে 104টি করে বাঘ ৷ রিপোর্টে বলা হয়েছে, ‘‘যে জায়গাগুলিতে বাঘের সংখ্যা রেকর্ড করা হয়নি বা সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে বাঘেদের সুরক্ষা ও খাবার বৃদ্ধি করতে হবে ৷ বাঘেদের প্রত্যাবর্তনের প্রচেষ্টা করতে হবে ৷ পালামৌতে বাঘের প্রত্যাবর্তন করতে হলে শিকার বৃদ্ধির সঙ্গে আইন শৃঙ্খলাও বজায় রাখতে হবে ৷ পালামৌ ও শিমিলিপালে বাঘ পুনর্বাসনের জন্য একই জিনগত ক্লাস্টারের নিকটতম উৎসথেকে বাঘ আনতে হবে ৷ বক্সা ও ডাম্পাতে সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে কাজিরাঙ্গা থেকে বাঘ এনে ৷ তবে তার আগে এই দুই জায়গায় শিকারের সংখ্যাও বৃদ্ধি করতে হবে ৷ ’’

রিপোর্ট অনুযায়ী, রাজ্যভিত্তিক বাঘের সংখ্যাতে সর্বাধিক 526টি বাঘ আছে মধ্যপ্রদেশে ৷ কারপরেই 524টি আছে কর্নাটক ও 442টি আছে উত্তরাখণ্ডে ৷ গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার বছরের সুমারির রিপোর্ট প্রকাশ করেন ৷ 2014 সালে দেশে বাঘের সংখ্যা ছিল 1 হাজার 400 ৷ 2019 সালে তা বেড়ে হয়েছে 2 হাজার 967 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.