ETV Bharat / bharat

ফাঁসির তিনঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টে নির্ভয়া মামলার শুনানি

author img

By

Published : Mar 20, 2020, 2:26 AM IST

Updated : Mar 20, 2020, 7:49 AM IST

রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷

convicts-lawyer-files-fresh-plea-in-sc-four-hours-ahead-of-hanging
সুপ্রিম কোর্টে নির্ভয়া মামলার শুনানি

দিল্লি, 20 মার্চ: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার দোষীদের ফাঁসি নিয়ে নাটক অব্যাহত ৷ নাটক জিইয়ে রাখলেন সাজাপ্রাপ্ত চার দোষীর আইনজীবী এপি সিং ৷ 20 মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা চার অপরাধী অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দোষীদের আইনজীবী ৷ রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷

দিল্লি, 20 মার্চ: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার দোষীদের ফাঁসি নিয়ে নাটক অব্যাহত ৷ নাটক জিইয়ে রাখলেন সাজাপ্রাপ্ত চার দোষীর আইনজীবী এপি সিং ৷ 20 মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা চার অপরাধী অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দোষীদের আইনজীবী ৷ রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷

Last Updated : Mar 20, 2020, 7:49 AM IST

For All Latest Updates

TAGGED:

Nirvaya
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.