দিল্লি, 20 মার্চ: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার দোষীদের ফাঁসি নিয়ে নাটক অব্যাহত ৷ নাটক জিইয়ে রাখলেন সাজাপ্রাপ্ত চার দোষীর আইনজীবী এপি সিং ৷ 20 মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা চার অপরাধী অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দোষীদের আইনজীবী ৷ রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷
ফাঁসির তিনঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টে নির্ভয়া মামলার শুনানি
রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷
দিল্লি, 20 মার্চ: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার দোষীদের ফাঁসি নিয়ে নাটক অব্যাহত ৷ নাটক জিইয়ে রাখলেন সাজাপ্রাপ্ত চার দোষীর আইনজীবী এপি সিং ৷ 20 মার্চ ভোর সাড়ে পাঁচটায় ফাঁসি হওয়ার কথা চার অপরাধী অক্ষয় কুমার সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দোষীদের আইনজীবী ৷ রাত আড়াইটেয় চার সাজাপ্রাপ্তের আবেদন পুনরায় শুনবে শীর্ষ আদালত ৷ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷
TAGGED:
Nirvaya