ETV Bharat / bharat

অপ্রাপ্তবয়স্ক ধর্ষণে প্রাণভিক্ষার আর্জি জানানোর অধিকার থাকা উচিত নয় : রাষ্ট্রপতি

author img

By

Published : Dec 6, 2019, 4:48 PM IST

Updated : Dec 6, 2019, 4:57 PM IST

রাষ্ট্রপতি বলেন, "নারী সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইশু ৷ যদি কোনও ব্যক্তি POCSO-র মতো কঠিন কোনও অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে তাকে প্রাণভিক্ষার আবেদনের অধিকার থেকে বঞ্চিত করা উচিত ৷ "

hyderabad encounter
কোবিন্দ

দিল্লি, 6 ডিসেম্বর : POCSO (The Protection of Children from Sexual Offences) নিয়ে আজ মুখ খুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনে (POCSO) দোষীর প্রাণভিক্ষার আর্জি জানানোর অধিকার থাকা উচিত নয় বলে মত প্রকাশ করলেন রাষ্ট্রপতি ৷ আজ রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মতামত প্রকাশ করেন তিনি ৷

রাষ্ট্রপতি বলেন, "নারী সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইশু ৷ যদি কোনও ব্যক্তি POCSO-র মতো কঠিন কোনও অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে তাকে প্রাণভিক্ষার আবেদনের অধিকার থেকে বঞ্চিত করা উচিত ৷ এই প্রাণভিক্ষার অধিকার সংক্রান্ত বিষয়টি সংসদের পুনর্বিবেচনা করা প্রয়োজন ৷"

  • #WATCH "Women safety is a serious issue. Rape convicts under POCSO Act should not have right to file mercy petition. Parliament should review mercy petitions,"President Ram Nath Kovind at an event in Sirohi, Rajasthan pic.twitter.com/0noGCUaNhQ

    — ANI (@ANI) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করেছে হায়দরাবাদ পুলিশ ৷ চলতি সপ্তাহেই নির্ভয়াকাণ্ডের ফাঁসির সাজা পাওয়া এক আসামির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পক্ষে সওয়াল করেছে কেজরিওয়াল সরকার ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও একই দাবি উঠেছে ৷ ঠিক এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : 'মেয়ের আত্মার শান্তি পেল' , পুলিশকে কৃতজ্ঞতা নির্যাতিতার পরিবারের

হায়দরাবাদকাণ্ডের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, "বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে ৷" আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের । হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে 44 নম্বর জাতীয় সড়কের উপর সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে । তখনই এনকাউন্টার করা হয় । এই এনকাউন্টারের ঘটনায় খুশি বলিউডের একাধিক তারকা । এই উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য টুইট করে তেলাঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই ।

দিল্লি, 6 ডিসেম্বর : POCSO (The Protection of Children from Sexual Offences) নিয়ে আজ মুখ খুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এই আইনে (POCSO) দোষীর প্রাণভিক্ষার আর্জি জানানোর অধিকার থাকা উচিত নয় বলে মত প্রকাশ করলেন রাষ্ট্রপতি ৷ আজ রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মতামত প্রকাশ করেন তিনি ৷

রাষ্ট্রপতি বলেন, "নারী সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইশু ৷ যদি কোনও ব্যক্তি POCSO-র মতো কঠিন কোনও অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে তাকে প্রাণভিক্ষার আবেদনের অধিকার থেকে বঞ্চিত করা উচিত ৷ এই প্রাণভিক্ষার অধিকার সংক্রান্ত বিষয়টি সংসদের পুনর্বিবেচনা করা প্রয়োজন ৷"

  • #WATCH "Women safety is a serious issue. Rape convicts under POCSO Act should not have right to file mercy petition. Parliament should review mercy petitions,"President Ram Nath Kovind at an event in Sirohi, Rajasthan pic.twitter.com/0noGCUaNhQ

    — ANI (@ANI) December 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজই হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকে এনকাউন্টার করেছে হায়দরাবাদ পুলিশ ৷ চলতি সপ্তাহেই নির্ভয়াকাণ্ডের ফাঁসির সাজা পাওয়া এক আসামির প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পক্ষে সওয়াল করেছে কেজরিওয়াল সরকার ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও একই দাবি উঠেছে ৷ ঠিক এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : 'মেয়ের আত্মার শান্তি পেল' , পুলিশকে কৃতজ্ঞতা নির্যাতিতার পরিবারের

হায়দরাবাদকাণ্ডের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, "বাড়তে থাকা নারী নির্যাতনের ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছে ৷" আজ সকালে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তের । হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে 44 নম্বর জাতীয় সড়কের উপর সে দিনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখান থেকে তারা পালানোর চেষ্টা করে । তখনই এনকাউন্টার করা হয় । এই এনকাউন্টারের ঘটনায় খুশি বলিউডের একাধিক তারকা । এই উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য টুইট করে তেলাঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই ।

New Delhi, Dec 06 (ANI): Medical Superintendent of Safdarjung Hospital, Dr Sunil Gupta said that with 90% burns, it is very difficult to save the patient. "Her brain is working but she is not conscious, we are giving our best, after 90% burns it's very difficult, whole department is working tirelessly, if she survives for 72 hours, chances would be better," said Dr Sunil Gupta. The survivor was set ablaze, was brought to Safdarjung Hospital in Delhi for medical treatment by an air ambulance on December 05.
Last Updated : Dec 6, 2019, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.