ETV Bharat / bharat

রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত : পঙ্কজা

রাহুল গান্ধিকে আক্রমণ করে বিতর্কে BJP নেত্রী পঙ্কজা মুণ্ডে । গতকাল মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ।"

ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Apr 23, 2019, 1:23 PM IST

জালনা(মহারাষ্ট্র), 23 এপ্রিল : "রাহুল গান্ধির গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ।" বললেন BJP নেত্রী পঙ্কজা মুণ্ডে । গতকাল মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি । এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে উঠতে শুরু প্রশ্ন ।

এর আগেও তিনি ভাই প্রীতম মুণ্ডের প্রচারে গিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান । সেবার তিনি বলেছিলেন, "BJP ক্ষমতায় এলে সংবিধান বদল হবে । কারণ আমাদের সংবিধান বদল করতে হবে । নতুন বিল আনতে হবে ।" এবার বলেন, "কংগ্রেস শুধু সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চায় । রাহুলের গায়ে বোমা বাঁধুন । তারপর ছেড়ে দিন অন্য দেশে ।"

জালনা(মহারাষ্ট্র), 23 এপ্রিল : "রাহুল গান্ধির গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত ।" বললেন BJP নেত্রী পঙ্কজা মুণ্ডে । গতকাল মহারাষ্ট্রের জালনা লোকসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি । এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে উঠতে শুরু প্রশ্ন ।

এর আগেও তিনি ভাই প্রীতম মুণ্ডের প্রচারে গিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান । সেবার তিনি বলেছিলেন, "BJP ক্ষমতায় এলে সংবিধান বদল হবে । কারণ আমাদের সংবিধান বদল করতে হবে । নতুন বিল আনতে হবে ।" এবার বলেন, "কংগ্রেস শুধু সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চায় । রাহুলের গায়ে বোমা বাঁধুন । তারপর ছেড়ে দিন অন্য দেশে ।"

New Delhi, Apr 19 (ANI): The US Department of Homeland Security expects to use facial recognition technology to scan 97% of passengers at airports in the next four years. The method involves photographing of passengers before they board the flight and cross-referencing it against a library of images from visa and passport applications, and those taken by border agents, The Verge reports. The technology is used to keep track of those who have overstayed their visas. However, it is being criticised for hampering citizens' privacy. The system was already operational at 15 US airports by the end of 2018.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.