ETV Bharat / bharat

মহারাষ্ট্রের রাজ্যপালের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা - রুরাল লিটিজেশন এবং এনটাইটলমেন্ট কেন্দ্র

আদালতের নির্দেশের পরও আবাসন সহ বিভিন্ন সুবিধার এখনও বকেয়া জমা করেননি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তাই তাঁর বিরুদ্ধে দায়ের হল আদালত অবমাননা মামলা ।

Maharastra Governor
Maharastra Governor
author img

By

Published : Oct 15, 2020, 1:39 PM IST

দেরাদুন, 15 অক্টোবর : বিভিন্ন সুবিধার বকেয়া জমা করার নির্দেশ ছিল উত্তরাখণ্ড হাইকোর্টের । কিন্তু সময় মতো সেই বকেয়া জমা করেননি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশারি । উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি । সময়মতো বকেয়া জমা না করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে ।

সংবিধানের 361 ধারায় ভগৎ সিংকে একটি নোটিস পাঠিয়েছে আদালত । আদালতে আজ তার শুনানি হতে পারে ।

উত্তরাখণ্ড হাইকোর্টে রুরাল লিটিগেশন এবং এনটাইটলমেন্ট কেন্দ্রর (RLEK) তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । তারই প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল আদালত । জানিয়েছিল, আগামী ছয়মাসের মধ্যে আবাসন এবং অন্যান্য সুবিধার বকেয়া জমা দিতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

10 অক্টোবর প্রথম নোটিসের মেয়াদ শেষ হয়েছে । কিন্তু এখনও বকেয়া জমা হয়নি । তাই সেই নির্দেশ না মানার জন্য RLEK আদালতে একটি অবমাননার মামলা দায়ের করে ।

রাজ্য সরকারের কাছে ভগৎ সিংয়ের 47 লাখ 57 হাজার 758 টাকা ঋণ রয়েছে । আবাসন সহ একাধিক সুবিধা খাতে ঋণ আছে । জল এবং বিদ্যুতেরও বকেয়া রয়েছে ।

দেরাদুন, 15 অক্টোবর : বিভিন্ন সুবিধার বকেয়া জমা করার নির্দেশ ছিল উত্তরাখণ্ড হাইকোর্টের । কিন্তু সময় মতো সেই বকেয়া জমা করেননি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশারি । উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও তিনি । সময়মতো বকেয়া জমা না করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে ।

সংবিধানের 361 ধারায় ভগৎ সিংকে একটি নোটিস পাঠিয়েছে আদালত । আদালতে আজ তার শুনানি হতে পারে ।

উত্তরাখণ্ড হাইকোর্টে রুরাল লিটিগেশন এবং এনটাইটলমেন্ট কেন্দ্রর (RLEK) তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল । তারই প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল আদালত । জানিয়েছিল, আগামী ছয়মাসের মধ্যে আবাসন এবং অন্যান্য সুবিধার বকেয়া জমা দিতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ।

10 অক্টোবর প্রথম নোটিসের মেয়াদ শেষ হয়েছে । কিন্তু এখনও বকেয়া জমা হয়নি । তাই সেই নির্দেশ না মানার জন্য RLEK আদালতে একটি অবমাননার মামলা দায়ের করে ।

রাজ্য সরকারের কাছে ভগৎ সিংয়ের 47 লাখ 57 হাজার 758 টাকা ঋণ রয়েছে । আবাসন সহ একাধিক সুবিধা খাতে ঋণ আছে । জল এবং বিদ্যুতেরও বকেয়া রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.