ETV Bharat / bharat

দিল্লিতে বাড়ি ভেঙে মৃত 5, উদ্ধার 30 - 25 জানুয়ারি

দিল্লির ভজনপুরায় আজ সকালে বাড়িটি ভেঙে পড়ে ৷ সেই বাড়িতে একটি কোচিং সেন্টার ছিল ৷ দুর্ঘটনার সময় সেন্টারে ক্লাস চলছিল । ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়ে শিক্ষার্থীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বিভাগ ৷ উদ্ধার করা হয় প্রায় 30 জন শিক্ষার্থীকে ৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

Delhi An under construction building in Bhajanpura area collapsed today
দিল্লিতে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত 4, উদ্ধার 13
author img

By

Published : Jan 25, 2020, 8:00 PM IST

দিল্লি, 25 জানুয়ারি : দিল্লিতে বাড়ি ভেঙে আজ 5 জনের মৃত্যু হল ৷ জখম হয়েছে একাধিক । দিল্লির ভজনপুরার ঘটনা ৷ এখনও উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ।

দিল্লির ভজনপুরায় আজ সকালে বাড়িটি ভেঙে পড়ে ৷ সেই বাড়িতে একটি কোচিং সেন্টার ছিল ৷ দুর্ঘটনার সময় সেন্টারে ক্লাস চলছিল । ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়ে শিক্ষার্থীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বিভাগ ৷ উদ্ধার করা হয় প্রায় 30 জন শিক্ষার্থীকে ৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

rescue operation
উদ্ধার কাজ চলছে

উত্তর-পূর্ব দিল্লির DCP জানিয়েছেন, "ঘটনাস্থান থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে ৷ মারা গিয়েছে 5 জন । তাদের মধ্যে 4টি শিশু রয়েছে ৷ এলাকায় দমকল বিভাগের সাতটি ইউনিটকে পাঠানো হয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷ "

  • Delhi: An under construction building in Bhajanpura area collapsed today; a coaching centre was being run in the building. Some students are feared trapped. Seven fire units have been sent to the site.

    — ANI (@ANI) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 25 জানুয়ারি : দিল্লিতে বাড়ি ভেঙে আজ 5 জনের মৃত্যু হল ৷ জখম হয়েছে একাধিক । দিল্লির ভজনপুরার ঘটনা ৷ এখনও উদ্ধার কাজ চালাচ্ছে দমকল ।

দিল্লির ভজনপুরায় আজ সকালে বাড়িটি ভেঙে পড়ে ৷ সেই বাড়িতে একটি কোচিং সেন্টার ছিল ৷ দুর্ঘটনার সময় সেন্টারে ক্লাস চলছিল । ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়ে শিক্ষার্থীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দিল্লি পুলিশ ও দমকল বিভাগ ৷ উদ্ধার করা হয় প্রায় 30 জন শিক্ষার্থীকে ৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

rescue operation
উদ্ধার কাজ চলছে

উত্তর-পূর্ব দিল্লির DCP জানিয়েছেন, "ঘটনাস্থান থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে ৷ মারা গিয়েছে 5 জন । তাদের মধ্যে 4টি শিশু রয়েছে ৷ এলাকায় দমকল বিভাগের সাতটি ইউনিটকে পাঠানো হয়েছে ৷ উদ্ধারকাজ চলছে ৷ "

  • Delhi: An under construction building in Bhajanpura area collapsed today; a coaching centre was being run in the building. Some students are feared trapped. Seven fire units have been sent to the site.

    — ANI (@ANI) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

d


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.