ETV Bharat / bharat

পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ - NCP Ajit Pawar as deputy cm

শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চেষ্টা করছিল । আর সেটা বন্ধ করেছে BJP । মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী হওয়ার পর এভাবেই জোটকে আক্রমণ করলেন রবিশংকর প্রসাদ ।

ছবি
author img

By

Published : Nov 23, 2019, 5:17 PM IST

Updated : Nov 23, 2019, 8:18 PM IST

দিল্লি, 23 নভেম্বর : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করল BJP ও NCP ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার । শনিবার ভোররাতেই বদলে গেছে রাজ্য রাজনীতির সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP । আজ সাংবাদিক বৈঠকে BJP নেতা রবিশংকর প্রসাদ পরোক্ষে সেই কথাই বললেন । তিনি বলেন, "শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চেষ্টা করছিল । আর সেটা বন্ধ করেছে BJP ।"

এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে 105 টি আসনেই থমকে গেছিল BJP । 56টি আসন পায় শিবসেনা । তবে, ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলে শিবসেনা । কিন্তু BJP দেবেন্দ্র ফড়নবিসকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্তে অনড় ছিল । BJP-র এই অবস্থানের জেরে পরবর্তীতে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে শিবসেনা । কোনও দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে না পারায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন । গতরাত পর্যন্ত রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিল NCP-র সঙ্গে জোট করে শিবসেনাই সরকার গঠন করবে এবং উদ্ধব ঠাকরে হবেন মুখ্যমন্ত্রী । কিন্তু ভোররাতেই রাজ্য রাজনীতির পটভূমিতে বড়মাপের ওলটপালট হল । পরিবর্তিত পরিস্থিতিতে NCP-র সঙ্গে মিলে সরকার গঠন করল BJP ।

রবিশংকর প্রসাদ বলেন, "মহারাষ্ট্রের মানুষ প্রশ্ন করতে শুরু করেছিল যদি BJP-র পক্ষে জনরায় থাকে তাহলে কেন এই অসাধু জোটকে (NCP , কংগ্রেস ও শিবসেনা) আটকাতে পারছে না তারা ? কেনই বা জনরায়কে মেনে নিয়ে সরকার গঠন করছে না? শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য মূল্যবোধের জলাঞ্জলি দিয়েছে শিবসেনা । সত্যিকারের চক্রান্তকারী তারাই, যারা ব্যক্তি স্বার্থের জন্য অসাধু জোট গঠনের চেষ্টা করেছিল । একসময় কংগ্রেস ও NCP নিজেরাই বলেছিল যে, জনরায় মেনে তারা বিরোধী আসনে বসবে । কিন্তু পরে চেয়ারের লোভে ম্যাচ ফিক্সিং হয়ে গেল ।"

ইতিমধ্যেই NCP-র পরিষদীয় দলনেতার পদ থেকে বহিষ্কার করা হয়েছে অজিত পাওয়ারকে । শরদ পাওয়ার দাবি করেছেন, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্তকে NCP সমর্থন করছেন না৷ তবে সবকিছুর মাঝেও শেষ হাসিটা হাসল BJP ।

দিল্লি, 23 নভেম্বর : দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করল BJP ও NCP ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার । শনিবার ভোররাতেই বদলে গেছে রাজ্য রাজনীতির সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP । আজ সাংবাদিক বৈঠকে BJP নেতা রবিশংকর প্রসাদ পরোক্ষে সেই কথাই বললেন । তিনি বলেন, "শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চেষ্টা করছিল । আর সেটা বন্ধ করেছে BJP ।"

এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে 105 টি আসনেই থমকে গেছিল BJP । 56টি আসন পায় শিবসেনা । তবে, ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলে শিবসেনা । কিন্তু BJP দেবেন্দ্র ফড়নবিসকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্তে অনড় ছিল । BJP-র এই অবস্থানের জেরে পরবর্তীতে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে শিবসেনা । কোনও দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে না পারায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন । গতরাত পর্যন্ত রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিল NCP-র সঙ্গে জোট করে শিবসেনাই সরকার গঠন করবে এবং উদ্ধব ঠাকরে হবেন মুখ্যমন্ত্রী । কিন্তু ভোররাতেই রাজ্য রাজনীতির পটভূমিতে বড়মাপের ওলটপালট হল । পরিবর্তিত পরিস্থিতিতে NCP-র সঙ্গে মিলে সরকার গঠন করল BJP ।

রবিশংকর প্রসাদ বলেন, "মহারাষ্ট্রের মানুষ প্রশ্ন করতে শুরু করেছিল যদি BJP-র পক্ষে জনরায় থাকে তাহলে কেন এই অসাধু জোটকে (NCP , কংগ্রেস ও শিবসেনা) আটকাতে পারছে না তারা ? কেনই বা জনরায়কে মেনে নিয়ে সরকার গঠন করছে না? শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য মূল্যবোধের জলাঞ্জলি দিয়েছে শিবসেনা । সত্যিকারের চক্রান্তকারী তারাই, যারা ব্যক্তি স্বার্থের জন্য অসাধু জোট গঠনের চেষ্টা করেছিল । একসময় কংগ্রেস ও NCP নিজেরাই বলেছিল যে, জনরায় মেনে তারা বিরোধী আসনে বসবে । কিন্তু পরে চেয়ারের লোভে ম্যাচ ফিক্সিং হয়ে গেল ।"

ইতিমধ্যেই NCP-র পরিষদীয় দলনেতার পদ থেকে বহিষ্কার করা হয়েছে অজিত পাওয়ারকে । শরদ পাওয়ার দাবি করেছেন, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্তকে NCP সমর্থন করছেন না৷ তবে সবকিছুর মাঝেও শেষ হাসিটা হাসল BJP ।

Mumbai, Nov 23 (ANI): A joint press conference held by NCP-Shiv Sena after Devendra Fadnavis took oath as Maharashtra Chief Minister and NCP's Ajit Pawar took oath as Deputy CM on November 23. Speaking at press conference, Shiv Sena chief Uddhav Thackeray said, "Earlier, EVM khel was going on and now this is new khel. From here onwards I don't think elections are even needed. Everyone knows what Chhatrapati Shivaji Maharaj did when betrayed and attacked from the back."
Last Updated : Nov 23, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.